দৈনিকবার্তা-ঢাকা, ২৪ অক্টোবর ২০১৫: পুরান ঢাকার হোসনি দালান ইমামবাড়া থেকে পবিত্র আশুরা উপলক্ষে মিছিল শুরু করার প্রাক্কালে বোমা হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বিএনপি৷ অবিলম্বে এর নিরপেক্ষ তদন্ত দাবি করেছে দলটি৷ শনিবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দাবি জানান৷বিএনপির এই নেতা বলেন, হোসনি দালানের ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি৷ এ ব্যাপারে নিরপেক্ষ সুষ্ঠু তদন্তের মাধ্যমে অবিলম্বে দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি করছি৷’
হোসনি দালানের ঘটনায় নিহত ব্যক্তির আত্মার মাগফেরাত কামনা করেন মির্জা ফখরুল৷ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনার জানান৷ একই সঙ্গে আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করেন৷ব্রিফিং শেষে ফখরুলের কাছে এক সাংবাদিক জানতে চান, পুলিশের আইজিপি বোমা হামলার ঘটনার সঙ্গে পরোক্ষভাবে বিএনপিকে দায়ী করেছেন৷ তিনি বলেছেন, যারা এএসআইকে হত্যা করেছে, তারাই এ বোমা হামলার ঘটনা ঘটিয়েছে৷জবাবে মির্জা ফখরুল বলেন, ওনারা তো সরকারি দলের লোকজনের মতো কথাবার্তা বলছেন৷ আমাদের বিষয়টা পরিষ্কার৷ আমরা এ ধরনের ঘটনার শুধু নিন্দা নয়, তীব্র নিন্দা জানিয়ে আসছি৷ আমাদের অবস্থান হলো যারা এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত, সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করা দরকার৷ আমাদের দেশে অভিজ্ঞতা সম্পন্ন অনেক লোক আছেন, যাদের মাধ্যমে এটা সম্ভব৷ সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের সাজা দিতে না পারলে এক সময় ফ্রাংকেনস্টাইন হয়ে উঠবে৷ হাতের বাইরে চলে যাবে৷শুক্রবার গভীর রাতে আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতি চলাকালে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে হোসনি দালান ইমামবাড়ায় বোমা হামলায় একজন নিহত ও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন৷ আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালসহ আশপাশের ক্লিনিকে ভর্তি করা হয়েছে৷ দীর্ঘ কয়েক মাস বিদেশে চিকিত্সাধীন থাকার পর দেশে ফিরে এই প্রথম ভারপ্রাপ্ত মহাসচিব দলের সাংগঠনিক কার্যক্রমে অংশ নিলেন৷এদিকে, পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিলে এ দেশকে বর্তমান সরকারের হাত থেকে মুক্ত করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছে বিএনপি৷শনিবার দুপরে রাজধানী নয়া পল্টন দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলে এ প্রার্থনা করে দলটির নেতাকর্মীরা৷এরআগে ওলামা দলের সভাপতি এম এ মালেক বলেন, পবিত্র আশুরার এ দিন আল্লাহর কাছে দুই হাত পেতে আমরা যা চাইবো তিনি আমাদেরকে তা দান করবেন৷ তাই আল্লাহর কাছে আজ আমাদের একটি প্রার্থনা ও দোয়া, তিনি যেন এ দেশকে বর্তমান জালেম সরকারের হাত থেকে মুক্ত করেন৷এসময় দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলের কারাবন্দি নেতাকর্মীদের সুসাস্থ্য কামনা করা হয়৷ এছাড়া বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগির সুস্থ্যভাবে যাতে দেশে ফিরে আসতে পারেন সেজন্যও আল্লাহর কাছে প্রার্থনা করেন বিএনপির নেতাকর্মীরা৷ দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক খন্দকার মোশাররফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, শামীমুর রহমান শামীম প্রমুখ এসময় উপস্থিত ছিলেন৷