দৈনিকবার্তা-ঢাকা, ২৪ অক্টোবর ২০১৫: বিদেশি হত্যা ও শিয়াদের মিছিলে বোমা হামলায় একজন হত্যাসহ অসংখ্য মানুষের হতাহতের মতো ঘটনা তো বাংলাদেশের আগে ঘটেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান৷দেশের চলমান সঙ্কটকে গণতন্ত্রের সঙ্কট’ উল্লেখ করে মাহবুব বলেন, পার্লামেন্টে গণতন্ত্র নেই৷ পৃথিবীর কোথাও বিরোধী দলবিহীন সংসদ এমন ভাবে চলতে পারে না৷ এই সঙ্কট থেকে উত্তরণে সরকারকে আন্দোলনের মাধ্যমে জতীয় ঐক্য গড়তে বাধ্য করতে হবে৷ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত ‘বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ জিয়ার অবদান’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন৷
তিনি বলেন, দু’জন বিদেশি হত্যা হলো, আজও তার সুরাহা হলো না৷ এরই মধ্যে আবার শিয়াদের মিছিলে বোমা হামলা চালিয়ে একজনকে হত্যা ও অসংখ্য মানুষকে আহত করা হলো৷ এসব ঘটনায় আমরা হতবাক৷ এগুলো কীসের আলামত৷ এমন ঘটনাতো বাংলাদেশে আগে ঘটেনি৷ সামপ্রতিক সময়ের বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলা ও সংকট সমাধানে সবাইকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিদেশিরা উদ্বিগ্ন৷ সংকট সমাধানে সবাই মিলে এগিয়ে যেতে হবে৷ হোসেনী দালানের সামনে বোমা হামলার ঘটনা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, মহান আশুরার দিনের পবিত্রতাকে তছনছ করে দেওয়া হয়েছে৷ আমি বাংলাদেশে কখনও শিয়া-সুনি্ন দ্বন্দ্ব দেখিনি৷ আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি৷
দু’জন বিদেশি নাগরিক হত্যার কথা তুলে ধরে মাহবুবুর রহমান বলেন, আজও এর সুরাহা হয়নি৷ আন্তর্জাতিক অঙ্গন ও দেশের মানুষ এখন উদ্বিগ্ন৷সরকারের পতন অনিবার্য মন্তব্য করে শামসুজ্জামান দুদু বলেন, ক্ষমতা চিরস্থায়ী নয়৷ নিশি্ছদ্র নিরাপত্তার মধ্যে কিভাবে হোসেনী দালানে হামলা হয়েছে? প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা৷
আয়োজক সংগঠনের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে গোলটেবিল আলোচনা সভায় আরো বক্তব্য দেন-জাগপা’র সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-সেচ্ছাসেবক সম্পাদক এবিএম মোশাররফ হোসনে প্রমুখ৷