download

দৈনিকবার্তা-ঢাকা, ২৪ অক্টোবর ২০১৫: পুরান ঢাকার হোসনী দালানে শিয়াদের তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা বিস্ফোরণের ঘটনার সঙ্গে দেশী-বিদেশী ষড়যন্ত্র থাকতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল৷ এছাড়া এই হামলার সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি৷শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়ে বোমা বিস্ফোরণে আহতদের খোঁজ খবর নেন তিনি৷ এসময় স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন৷ এসময় উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক ও উধর্্বতন পুলিশ কর্মকর্তাগণ৷

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরিকল্পিতভাবে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় হামলা হয়েছে৷ হামলার ভিডিও ফুটেজ আছে৷ ফুটেজ দেখে দ্রুত দোষী ব্যক্তিদের খুঁজে বের করা হবে বলে আশা করেন তিনি৷তিনি বলেন, আন্তর্জাতিকভাবে দেশের ভাবমুর্তি নষ্ট করতে, দেশে অস্থিতিশীল পরিবশে সৃষ্টি করতে এ হামলা চালানো হতে পারে৷ আমাদের কাছে অনেক তথ্য আছে, ভিডিও ফুটেজ আছে, যা দেখে অপরাধীদের শনাক্ত করে বিচারের আওতায় আনা হবে৷ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, পুরান ঢাকার হোসেনি দালান এলাকায় তাজিয়া মিছিলে হামলার ভিডিও ফুটেজ পুলিশের কাছে রয়েছে৷ ফুটেজ দেখে দ্রুত জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে৷তিনি বলেন,একটি সংঘবদ্ধচক্র পরিকল্পিতভাবে এই বোমা হামলা চালিয়েছে৷

স্বরাষ্টমন্ত্রী বলেন, রাতে কোনো ধরনের মিছিল না করার জন্য পুলিশের পক্ষ থেকে নির্দেশনা ছিল৷ তারপরও রাতে মিছিল বের করা হয়৷ কিভাবে এই হামলা হলো ও কারা জড়িত, তা খুঁজে বের করতে তদনত্ম সংস্থা ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে৷আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আমাদের নিরাপত্তার কোনো দুর্বলতা ছিল না৷ আমাদের যথেষ্ট নিরাপত্তা ছিল৷ তবে কারা, কেন, কিভাবে বিস্ফোরণ ঘটিয়েছে তা খতিয়ে দেখব৷ আমাদের কাছে যথেষ্ট তথ্য আছে৷ যারা ঘটিয়েছে তারা সংঘবদ্ধ৷

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্টমন্ত্রী বলেন, আমরা কখনোই জঙ্গীদের মাথা উঁচু করে দাঁড়াতে দেইনি৷ আর কখনও দিবোও না৷ এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, অপরাধীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে৷ ঘটনাস্থল থেকে সিসি টিভির ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে৷ সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে৷ ৷

আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় শুক্রবার রাত ১টা ৫৫ মিনিটের দিকে হোসেনী দালান চত্বরে বোমার বিস্ফোরণ ঘটে৷ ওই ঘটনায় এক যুবক মারা যান৷ আহত হন অনত্মত শতাধিক৷ তাদের ঢাকা মেডিকেল কলেজ ও মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়৷ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এঘটনার সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা পাওয়া যায়নি৷ তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে৷ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তদন্ত করছেন৷সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নিরাপত্তার দুর্বলতা ছিল বলে মনে করি না৷ দেশকে অস্থিতিশীল করতে একটি মহল এ ধরনের কাজ করছে৷তিনি বলেন, রাতে কোনো ধরনের মিছিল না করার জন্য পুলিশের পক্ষ থেকে নির্দেশনা ছিল৷ তার পরও রাতে মিছিল বের করা হয়৷ হামলায় ৫০ জন আহত ও একজন নিহত হয়েছেন বলে জানান মন্ত্রী৷

আসাদুজ্জামান খান কামাল বলেন, অনেকেই পদদলিত হয়ে আহত হয়েছেন৷ আহত ব্যক্তিদের মধ্যে দু-একজনের অবস্থা আশঙ্কাজনক৷পুরান ঢাকার হোসেনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় শুক্রবার মধ্যরাতে বোমা হামলায় সাজ্জাদুল হক সানজু (১৬) নামের এক যুবক নিহত হয়েছেন৷ আহত হয়েছেন ১০০ জনের বেশি৷ তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মিডফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ৷