দৈনিকবার্তা-ঢাকা, ২৪ অক্টোবর ২০১৫: জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের অর্থনীতি একটি মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়ে রয়েছে৷ একে আরও সুদৃঢ় করতে নগর ও গ্রামীণ অর্থনীতির মধ্যে সমন্বয় রেখে ভবিষ্যত্ পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং এতে নারীদের অংশগ্রহণ সুনিশ্চিত করতে হবে৷
তিনি শনিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে দ্বিতীয় বাংলাদেশ ইকোনমিস্ট ফোরাম-২০১৫ আয়োজিত ‘র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দিচ্ছিলেন৷ স্পিকার বলেন, নারীর ৰমতায়নে বাংলাদেশ বিশ্বে একটি রোলমডেল৷ নারীর ৰমতায়নকে নিশ্চিত করতে নারীদের অর্থনৈতিক, সামজিক ও রাজনৈতিক কর্মকান্ডে আরো সম্পৃক্ত করতে হবে৷ তিনি নারীদের শিক্ষা, প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তিগত জ্ঞানে শিক্ষিত হওয়ার আহবান জানান৷
তিনি আরও বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে৷ বাংলাদেশ আজ আর তলাবিহীন ঝুড়ি নয়৷ বাংলাদেশ আজ উন্নয়নে রোলমডেল৷ অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের প্রতিটি সূচকে আমাদের দেশ অব্যাহত গতিতে এগিয়ে যাচ্ছে৷ জেন্ডার সমতা, মাতৃ মৃতু্যহার হ্রাস, শিশু মৃতু্যহার হ্রাসসহ দারিদ্র দূরীকরণের মাধ্যমে সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা দেশটি ইতোমধ্যে অর্জন করেছে এবং টেকসই উন্নয়ন লৰ্যমাত্রা (এসডিজি) অর্জনে সক্ষম হবে৷
স্পিকার বলেন, বাংলাদেশ সংসদকে কার্যকর এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার মাধ্যমে বিশ্ব নেতৃত্ব প্রতিষ্ঠা করেছে এবং দেশকে নির্ধারিত সময়ের পূর্বে নিম্নমধ্যম আয়ের দেশের কাতারে নিয়ে এসেছে৷ তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে দেশকে উচ্চমধ্যম আয়ের দেশে পরিণত করার ও ২০৪০ সালের মধ্যে উন্নতদেশে পরিণত করার অভিযাত্রায় সামিল হয়েছে৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে বাংলাদেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন৷ এ সকল পরিকল্পনার সফল বাসত্মবায়নের মাধ্যমে দেশ ত্রুত উন্নয়নের পথে এগিয়ে যাবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন৷ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ড. সাদিক আহমেদ, ড. মহিউদ্দিন আলমগীর এবং ড. মুসত্মাফা কে মুজেরী বক্তৃতা করেন৷