দৈনিকবার্তা-ঢাকা, ২৪ অক্টোবর ২০১৫: প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক-বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, তাজিয়া মিছিলের প্রস্তুতিতে বোমা হামলা নিঃসন্দেহে সন্ত্রাসী কর্মকাণ্ড৷ এই ঘটনায় যারা জড়িত, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না৷ হোসনি দালানে শুক্রবার দিবাগত রাতে বোমা হামলায় আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজে দেখতে গিয়ে গওহর রিজভী সাংবাদিকদের কাছে এ কথা বলেন৷
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তদন্ত না হওয়া পর্যন্ত এ ব্যাপারে বলা যাবে না৷ বিষয়টি প্রধানমন্ত্রী নিজে দেখছেন৷ সাংবাদিকদের তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট দেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটাচ্ছে৷ দের ওপর হামলা ও এএসআই হত্যা একইসূত্রে গাঁথা বলা ঠিক না
হোসনী দালানে শিয়াদের তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা বিস্ফোরণের ঘটনা ও মিরপুর দারুসালামে পুলিশ চেকপোস্টে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশের এএসআই ইব্রাহিম হত্যাকে একইসূত্রে গাঁথা বলে মন্তব্য করেছে পুলিশ৷ এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেন, সব ঘটনাকে একই সূত্রে গাঁথা বলা উচিত হবে না৷ হোসনী দালানে বোমা হামলায় আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজে দেখতে গিয়ে গওহর রিজভী সাংবাদিকদের এ কথা বলেন৷তিনি বলেন, তাজিয়া মিছিলের প্রস্তুতিতে বোমা হামলা নিঃসন্দেহে সন্ত্রাসী কর্মকা-৷ এই ঘটনায় যারা জড়িত, তাদের কাউকে ছাড় দেয়া হবে না৷ প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা বলেন, এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তদন্ত না হওয়া পর্যন্ত এ ব্যাপারে বলা যাবে না৷ বিষয়টি প্রধানমন্ত্রী নিজে দেখছেন৷