doinikbarta

দৈনিকবার্তা- ঢাকা, ২৩ অক্টোবর ২০১৫: সম্প্রতি উত্তরার আশেপাশে বিভিন্ন লোকেশনেশ্যুটিং হল নাটক ‘স্বপ্নের জানালা’। ইরানী বিশ্বাসের রচনায় নাটকটি নির্মাণ করেছেন কাজী সাইফ আহমেদ। চিত্র গ্রহণ করেছেন দেশ বরেণ্য চিত্র গ্রাহক গোলাম মোস্তফা বাচ্চু। নাটকটিতে অভিনয় করেছেন- বাঁধন,সজল, সুবর্ণা, এস এম কামরুল বাহার, শিখা খান, শরীফ সহ আরো অনেকে। নাটকটি সম্বন্ধে সজল বলেন, অনেকদিন পর একেবারে ভিন্ন ধারার একটি নাটকে অভিনয় করলাম। বাঁধন বলেন, নাটকটি সম্পূর্ণ গতানুগতিক ধারার বাইরে এবং গল্পটি অসাধারণ। নাটকের গল্পে দেখা যায় অর্নব অনন্যাকে বাস স্ট্যান্ডে দেখে প্রথম। এরপর থেকে অর্নব সবসময় অনন্যাকে দেখারসেই প্রথম দৃশ্যটি মনে করতে থাকে। অর্নবের চোখে অনন্যার চেহারা সবসময় ছায়ার মত লেগে থাকে। কিন্তু কোথাও সে অনন্যাকে খুঁজে পায় না। অর্নব পাগল হয়ে অনন্যাকে খুঁজে ফেরে। অনন্যাকে পাবার জন্য অর্নব বাসা থেকে বেরিয়ে এসে সে পাগলের মত খুঁজে ফেরে। রুবি অর্নবের খুব ভাল বন্ধু। অর্নব রুবিকে বন্ধু হিসাবে জানে। কিন্তু রুবি অর্নবকে ভালবাসে। অর্নব চরিত্রে অভিনয় করেছেন সজল। অনন্যার চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। নাটকটি খুব শীঘ্রই একটি টিভি চ্যানেলে প্রচার হবে। নাটকটি প্রযোজনা করেছে সামুরেখা মাল্টিমিডিয়া ও আবা ড্রামাটিক্স।