দৈনিকবার্তা- ঢাকা, ২৩ অক্টোবর ২০১৫: প্রস্তাবিত ফরিদপুর বিভাগের সাথে শরীয়তপুর জেলা অন্তর্ভুক্ত করা হলে শরীয়তপুরবাসীকে পিছিয়ে দেওয়া ও নির্বাসন দেয়া হবে বলে মন্তব্য করেছেন আলোকিত শরীয়তপুর সংঘের আহ্বায়ক ডা. আনোয়ার ফরাজী। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির প্রস্তাবিত ফরিদপুর বিভাগে যেতে রাজি নয় শরীয়তপুরবাসী’ শীর্ষক মানববন্ধনে তিনি মন্তব্য করেন।
মানববন্ধনে বিভিন্ন সুযোগ-সুবিধার উল্লেখ করে ডা. ফরাজী বলেন, যোগাযোগব্যবস্থা অনুকূল হওয়াতে শরীয়তপুরবাসী এমনিতেই ঢাকামুখি। আর শরীয়তপুর থেকে ঢাকার দূরত্ব যেখানে ৬৯ কি.মি., সেখানে ফরিদপুরের দূরত্ব ১০৩ কি.মি.। তিনি আরো বলেন, আমরা চাই ফরিদপুর বিভাগ হোক তবে তা বৃহত্তর শরীয়তপুরবাসীর স্বার্থ বিকিয়ে দিয়ে নয়। মাওয়া জাজিরা পয়েন্টে পদ্মা সেতু হওয়ার সিদ্ধান্তের পর থেকে পুরো শরীয়তপুর যেভাবে জেগে উঠেছে, আমরা তা ধরে রেখে জেলা হিসেবে শরীয়তপুরকে নিয়ে যেতে চাই অনন্য উচ্চতায়।
এর আগে যুব সংঘের সদস্য সচিব মনিরুজ্জামান বলেন, বহুল প্রত্যাশিত পদ্মা সেতুর সাথে জড়িয়ে রয়েছে শরীয়তপুর জেলার নাম। বাংলাদেশের সর্ববৃহৎ স্থাপনার ফলে দূর ঢাকার সীমান্ত মিশেছে শরীয়তপুর জেলার কূল ঘেঁষে। সেক্ষেত্রে এই জেলাকে ঢাকা ছেড়ে ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্ত করা মানেই এই জেলাকে পিছিয়ে দেয়া। তিনি দাবি আদায় না হওয়া পর্যন্ত কঠোর আন্দোলনসহ বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।