God20151014144903

দৈনিকবার্তা-ঢাকা, ২৩ অক্টোবর ২০১৫: শনিবার পবিত্র আশুরা৷ কারবালার শোকাবহ ঘটনাবহুল এদিন মুসলমানদের কাছে ধমর্ীয়ভাবে বিশেষ তাত্‍পর্যপূর্ণ৷ এ দিনটি মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে পালন করা হয়৷প্রায় এক হাজার ৩৩৩ বছর আগে এই দিনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসেইন (রা.) কারবালা প্রানত্মরে শহীদ হন৷এ ছাড়া ১০ মহররম আশুরার দিন মহান আল্লাহতায়ালা পৃথিবী সৃষ্টি করেছেন এবং আবার এদিন কেয়ামত হবে৷ এর বাইরে এদিন হযরত ইব্রাহিম (আ.) নমরম্নদের অগি্নকুন্ড থেকে রক্ষা পেয়েছেন, হযরত ইউনুস (আ.) মাছের পেট থেকে মুক্তি পান৷ এ রকম অসংখ্য ঘটনায় তাত্‍পর্যমন্ডিত এ দিনটি৷ এ দিন অর্থাত্‍ ১০ মহরম হযরত ইমাম হোসেইন (রা.) এবং তাঁর পরিবার ও অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালা প্রানত্মরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন৷ এ ঘটনা স্মরণ করে বিশ্ব মুসলিম সম্প্রদায় যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করে থাকে৷শানত্মি ও সমপ্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে তাঁদের এই আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে রয়েছে৷কারবালার এই শোকাবহ ঘটনা ও পবিত্র আশুরার শাশ্বত বাণী সকলকে অন্যায় ও অত্যাচারের বিরম্নদ্ধে সোচ্চার হতে এবং সত্য ও সুন্দরের পথে চলতে প্রেরণা যোগায়৷মুসলিম বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আগামীকাল শনিবার যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালিত হবে৷ শনিবার সরকারি ছুটি৷এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশব্যাপী বিভিন্ন ধমর্ীয় সংগঠন কর্মসূচি গ্রহণ করেছে৷পবিত্র আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন৷

বানীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, অন্যায়-অবিচার আর অনাচারে দেশে এখন দুঃসময় চলছে৷ অন্যায়-অবিচার আর অনায্য-অবৈধ অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদী হওয়া প্রতিটি মানুষের কর্তব্য৷ ইসলাম আমাদের সে শিক্ষাই দেয়৷ পবিত্র আশুরা উপলক্ষে মুখপাত্রের দায়িত্বে থাকা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপনের সই করা শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন৷ খালেদা জিয়া বর্তমানে লন্ডনে আছেন৷ সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, মহানবী (সা.) অন্যায়কে প্রতিহত করতে নির্দেশ দিয়ে গেছেন৷ তার উম্মত হিসেবে আমাদের কর্তব্য যে কোনো গণবিরোধী ক্ষমতাসীন গোষ্ঠীর কৃত অনাচার আর অবৈধ ক্ষমতার দাপটে মানুষকে দমিয়ে রাখার দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা৷ দিবসটি উপলক্ষক্ষে বিভিন্ন জাতীয় দৈনিক আগামীকাল বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে৷ বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি রেডিও-টিভি চ্যানেলও এই দিনের তাত্‍পর্য নিয়ে বিশেষ অনুষ্ঠান সমপ্রচার করবে৷