article-doc-13645-6X0F3TMpXHSK2-861_634x422

দৈনিকবার্তা-ঢাকা, ২৩ অক্টোবর ২০১৫: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, অন্যায়-অবিচার আর অনাচারে দেশে এখন দুঃসময় চলছে৷ অন্যায়-অবিচার আর অনায্য-অবৈধ অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদী হওয়া প্রতিটি মানুষের কর্তব্য৷ ইসলাম আমাদের সে শিক্ষাই দেয়৷ পবিত্র আশুরা উপলক্ষে মুখপাত্রের দায়িত্বে থাকা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপনের সই করা শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন৷খালেদা জিয়া বর্তমানে লন্ডনে আছেন৷ সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, মহানবী (সা.) অন্যায়কে প্রতিহত করতে নির্দেশ দিয়ে গেছেন৷ তার উম্মত হিসেবে আমাদের কর্তব্য যে কোনো গণবিরোধী ক্ষমতাসীন গোষ্ঠীর কৃত অনাচার আর অবৈধ ক্ষমতার দাপটে মানুষকে দমিয়ে রাখার দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা৷

তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে লড়তে ১০ মহররমের আত্মত্যাগের চেতনাকে বুকে ধারণ করেই আমাদের হারানো গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে৷ স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা নিশ্চিত করতে হবে৷ এদেশে মানুষের সুবিচার পাওয়ার সম্ভাবনা এখন সম্পূণরূপে তিরোহিত হয়ে গেছে বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসন৷বিবৃতিতে হযরত ইমাম হোসেন (রা.), তার পরিবারের সদস্যদের এবং কারবালার সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন তিনি৷

খালেদা জিয়া বলেন, ১০ মহররম বিশ্বের মুসলিম উম্মাহর জন্য একটি অত্যন্ত তাত্‍পর্যময় দিন৷ পবিত্র আশুরার এ দিনে ঘটেছিল এক শোকাবহ ঘটনা৷ অন্যায় আর অবিচারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মহানবী হযরত মুহম্মদের (সা.) প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন (রা.) এ দিনে শাহাদাত বরণ করেছিলেন৷ কারবালা প্রান্তরে সেই হৃদয়বিদারক ঘটনা আজও মানুষকে কাঁদায় এবং বেদনার্ত করে৷ সত্য ও ন্যায়ের জন্য তার আত্মত্যাগ বাংলাদেশসহ মানবজাতির জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছে৷সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতাসীন জবরদখলকারীরা জনগণের ওপর চালাচ্ছে সীমাহীন জুলুম, জনগণকে শ্বাসরুদ্ধ করতে তাদের সব অধিকার কেড়ে নেওয়া হয়েছে৷ তাই অন্যায়ের বিরুদ্ধে লড়তে ১০ মহররমের আত্মত্যাগের চেতনাকে বুকে ধারণ করেই আমাদের হারানো গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা নিশ্চিত করতে হবে৷ , তার পরিবারের সদস্য এবং কারবালার সব শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান খালেদা জিয়া এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন বলে বিবৃতিতে জানানো হয়