দৈনিকবার্তা-ঢাকা, ২২ অক্টোবর ২০১৫: দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিলেও আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)৷ স্থানীয় সরকারের এ নির্বাচনে ‘কাস্তে’ প্রতীক নিয়ে নির্বাচন করবেন দলের প্রার্থীরা৷দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনে যেতে আপত্তি নেই বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি)৷ আর সেই নির্বাচনে কাস্তে প্রতীক নিয়েই নির্বাচন করবেন দলের প্রার্থীরা৷ বৃহস্পতিবার সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এবং সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে কাস্তে প্রতীক নিয়ে দলের প্রার্থীদের নির্বাচনে যাওয়ার এ তথ্য জানিয়েছেন৷সিপিবি নেতৃবৃন্দ বলেছেন, ডিসেম্বরে পৌরসভা নির্বাচন ও মার্চে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে বলে আগেই জানানো হয়েছে৷ এসব নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে অংশগ্রহণের বিধানও করা হচ্ছে৷ অনুষ্ঠিতব্য পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলোতে কাস্তে প্রতীক নিয়ে সিপিবির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন৷
তারা বলেন, সিপিবির প্রার্থীতালিকায় পার্টির সদস্য, কর্মী, সমর্থক ছাড়াও মুক্তিযুদ্ধের চেতনায় জাগরিত প্রগতিমনা, অসামপ্রদায়িক, গণতান্ত্রিক, সত্, জনদরদী ব্যক্তিরাও অন্তর্ভুক্ত থাকবেন৷ সিপিবি নেতারা আরো বলেন, স্থানীয় সরকারের কাজে নানা অন্তরায় থাকা সত্ত্বেও নানা সৃজনশীল স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা সম্ভব৷ জনসেবামূলক নানা কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব৷ জনগণকে মুক্তিযুদ্ধের চেতনা-ধারায় সচেতন ও শিক্ষিত করে তোলা সম্ভব৷ কিন্তু দুর্নীতি, অনাচার, প্রতিক্রিয়াশীল ও সামপ্রদায়িক মনোভাবাপন্ন ব্যক্তিরা স্থানীয় সরকার সংস্থায় নির্বাচিত হলে, এসব কাজ সম্পন্ন করা যায় না৷ এজন্য আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় জাগরিত, স্থানীয় সমস্যাবলী সম্পর্কে ওয়াকিবহাল, সত্, দেশপ্রেমিক, প্রগতিবাদী ব্যক্তিদের বিজয়ী করা একান্ত আবশ্যক৷সিপিবির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, দেশে নির্বাচন-ব্যবস্থাকে জিয়া ও এরশাদের শাসনকালের মতো পুণরায় কার্যত এক ধরনের প্রহসনে পরিণত করা হয়েছে৷ টাকার খেলা, পেশীশক্তি ও হোন্ডা-গুন্ডার দাপট, প্রশাসনিক কারসাজি, সামপ্রদায়িক ধুম্রজাল ইত্যাদি অবাধ-নিরপেক্ষ নির্বাচনের পথে প্রধান অন্তরায়৷ আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচনী সংস্কারের পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়ে জনমত সংগঠিত করতে হবে বলেও উল্লেখ করেন তারা৷ সেই সঙ্গে স্থানীয় সরকারকে কেন্দ্র করে আসন্ন নির্বাচনী সংগ্রামে সর্বশক্তি নিয়ে অবতীর্ণ হওয়ার জন্য পাটির্র সব স্তরের কমিটি ও সদস্যদের দ্রুত প্রস্তুতি গ্রহণ করতে বলেছে সিপিবি