i_image_1445228427

দৈনিকবার্তা-ঢাকা, ২২ অক্টোবর ২০১৫: পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোত্‍সবের মহানবমী ও বিজয়া দশমী বৃহস্পতিবার একই দিনে উদযাপিত হচ্ছে৷ বিজয়া দশমীর মাধ্যমে পূজার মূল আনুষ্ঠানিকতাও শেষ হচ্ছে৷ তবে প্রতিমা বিসর্জন হবে শুক্রবার৷ এ বিসর্জনের মধ্য দিয়ে কাল সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহত্‍ ধর্মীয় উত্‍সব দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে৷

গত ১৯ অক্টোবর মহাষষ্ঠীর মধ্যদিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের ৫ দিনের দুর্গাপূজার এ আনুষ্ঠানিকতা শুরম্ন হয়৷ এরপর মহাসপ্তমী, মহাঅষ্টমী এবং আজ একই দিনে মহানবমী ও বিজয়া দশমীতে হিন্দু সমপ্রদায়ের হাজার হাজার নারী-পুরম্নষ ধর্মীয় নানা আচার অনুষ্ঠান পালন করছেন৷ শুক্রবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে তাদের এ আনুষ্ঠানিকতা শেষ হবে৷ বিশুদ্ধ সিদ্ধানত্ম পঞ্জিকা মতে এ বছর নবমী ও দশমী তিথি একই দিনে থাকায় শাস্ত্রীয় বিধান মেনে পূজার সব আনুষ্ঠানিকতা আজ শেষ করা হচ্ছে৷মহানগর সর্বজনীন পূজা কমিটি জানিয়েছে, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শুক্রবার সকাল ৭টা ৩৩ মিনিটের মধ্যে মহানবমী কল্পারম্ভ ও বিহিত পূজা সম্পন্ন করা হয়েছে৷ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি সূত্রে জানা গেছে, এবার নবমী ও দশমী একই দিন হওয়াতে বেশীর ভাগ মন্ডপেই আজ দশমীর আনুষ্ঠানিকতা শেষ হচ্ছে৷ তবে সারাদেশে একযোগে প্রতিমা বিসর্জন হবে শুক্রবার ৷

বিজয়া দশমী উপলক্ষে বৃহস্পতিবার সরকারি ছুটি৷ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পক্ষ থেকে শুক্রবার বিজয়া দশমীর বৃহত্‍ বর্ণাঢ্য শোভা যাত্রা বের করা হবে৷ দেবী দুর্গাসহ অন্যান্য দেব-দেবীকে এ শোভা যাত্রাসহ সদরঘাট নৌ-টার্মিনালে নিয়ে যাওয়া হবে৷ সেখানে বিসর্জনের মাধ্যমে তাদের আনুষ্ঠানিক বিদায় জানানো হবে৷ দেবী মর্ত্যলোক থেকে আবার স্বর্গলোকে গমন করবেন৷ বিজয়া দশমী উপলক্ষে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও বিশেষ অনুষ্ঠানমালা সমপ্রচার করছে৷ জাতীয় দৈনিকগুলো এ উপলক্ষে বিশেষ নিবন্ধ প্রকাশ করেছে৷বাংলাদেশ কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে বিজয়া দশমী উপলক্ষে দেশের সকল মানুষকে শুভেচ্ছা জানানো হয়েছে৷ পরিষদ শানত্মিপূর্ণ ও উত্‍সব মূখর পরিবেশে পূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা প্রদান করায় সকল রাজনৈতিক দল, সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন৷ বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের পক্ষ থেকেও দেশবাসীর প্রতি বিজয়া দশমীর শুভেচ্ছা জানানো হয়েছে৷