দৈনিকবার্তা- ঢাকা, ২২ অক্টোবর ২০১৫: বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এম.পি বলেছেন, খালেদা জিয়া ও তারেক রহমান লন্ডনে দেশী-বিদেশী কুচক্রীদের নিয়ে বাংলাদেশকে সাম্প্রদায়ীকতার বিষ বাষ্প ছড়াতে ও গুপ্তহত্যা মিশনে নেমেছে। হিন্দু ধর্মাবলম্বীদেরকে দূর্গা উৎসবের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে এসব দেশ বিরোধীদের প্রতিরোধ করতে হবে। তিনি বৃহস্পতিবার মোহাম্মদপুর থানার বাঁশ বাড়ি, বছিলা, রায়ের বাজার ও নিমতলীতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও পূজারীদের পৃথক পৃথক সমাবেশে এসব কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে আওয়ামীলীগ নেতা সাদেক খান, ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজান, আলহাজ্ব মোঃ আবু তাহের খান, মোঃ তারেকুজ্জামান রাজিব, যুবলীগ নেতা মোঃ আরিফুর রহমান তুহিন প্রমূখ উপস্থিত ছিলেন।
নানক বলেন, বাংলাদেশের জনগন সাম্প্রদায়ীক সম্প্রীতিতে বিশ্বাসী। কাজেই কোন নেতা-নেত্রী যতই ষড়যন্ত্র করুক জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলার অগ্রযাত্রাকে রুখতে পারবে না। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মোহাম্মদপুর, আদাবর ও শের-ই-বাংলা থানার দেশ প্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার আহবান জানান।