দল পেলেন না জুবায়ের ও অলোক কাপালি

দৈনিকবার্তা- ঢাকা, ২২ অক্টোবর ২০১৫: অনেকেই দল পেলেও বিপিএলে ছয় দলের কোনটাতেই জায়গা হয়নি জাতীয় দলের তরুণ লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখনের। বৃহস্পতিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয় প্লেয়ার বাই চয়েস-এর প্রক্রিয়া। এতে ছয় ফ্রাঞ্চাইজির কেউই তোলেনি তার নাম। জুবায়ের একা নন, তার সঙ্গে আছেন সাদমান ইসলাম। বাংলাদেশ এ দলের মধ্যে একমাত্র খেলোয়াড় হিসাবে কোন দল পাননি উদীয়মান এই ব্যাটসম্যান। তবে সবচেয়ে ভাগ্য খারাপ রবিউল ইসলামের। টানা তৃতীয়বারের মতো বিপিএলে দল পাননি এই পেসার।এছাড়া ঘরোয়া ক্রিকেটে দাপটের সঙ্গে খেলা অনেক ক্রিকেটারই পাননি দল। ব্যাটসম্যানদের মধ্যে রয়েছেন, অলোক কাপালি, মার্শাল আইয়ুব, রাকিবুল হাসান, ফরহাদ হোসেন, রাজিন সালেহ, ফয়সাল হোসেন ডিকেন্স, তুষার ইমরান, মেহরাব হোসেন জুনিয়র, নাসির উদ্দিন ফারুক, সাহগির হোসেন পাভেল, মোহাম্মদ নাজিমউদ্দিন।

আর বোলারদের মধ্যে রয়েছেন, মোহাম্মদ শরিফ, সোহরওয়ার্দী শুভ, ডলার মাহমুদ, নাজমুল হোসেন, শাফাক আল জাবির। যদিও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ফ্রাঞ্চাইজিগুলির রেজিস্ট্রেশনের সময়সীমা আরও এক সপ্তাহ থাকবে। এই সময়ের মধ্যে এদের ভাগ্য খুলবে কি না, তা সময়ই বলে দেবে।