দৈনিকবার্তা-টাঙ্গাইল, ২২ অক্টোবর ২০১৫: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হবে বাকশাল কায়েমের আরেকটা কৌশল৷ স্থানীয় সরকার নির্বাচন দলীয় ভাবে করার মানেটা হলো প্রশাসনকে জানিয়ে দেওয়া যে, নৌকা মার্কা পাস করিয়ে দিতে হবে৷ বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজা মণ্ডপ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন৷ এ সময় তার সঙ্গে ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ, উপজেলা যুবদলের সভাপতি গোলাম মোস্তফা জীবনসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকমী৷
গয়েশ্বর রায় আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে হলে জনগণ ভোটও দিতে পারবে না এবং সেখানে দাঙ্গা মারামারিসহ অতিমাত্রায় মামলা মোকদ্দমা হবে৷ নির্বাচনের আগে অন্য দলের প্রার্থীরা গ্রেফতার হবেন৷ সুতরাং এই নির্বাচন হবে বাকশাল কায়েমের আরেকটা কৌশল৷ সারা দেশে উত্সবমুখর পরিবেশে দুর্গা পূজা পালনের কথা স্বীকার করে বিএনপির এই নেতা বলেন, এতে সরকারের কোনো কৃতিত্ব নেই৷ এটা এদেশের মানুষের একে অপরের প্রতি সমপ্রীতির যে বন্ধন রয়েছে তারই কারণে হয়ে থাকে৷ এর আগে দুপুরে কুমুদিনী কমপ্লেঙ্ ে পৌঁছালে তাকে স্বাগত জানান কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, পরিচালক ডা. দুলাল চন্দ্র পোদ্দার প্রমুখ৷