দৈনিকবার্তা-লামা, ২১ অক্টোবর ২০১৫: বান্দরবানের লামা উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে মো. বেলাল গাজী নামের এক দৃষ্টি প্রতিবন্ধী প্রানত্মিক কৃষকের প্রায় ৯ হাজার বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা কেটে দিয়েছে প্রতিপৰের লোকজন৷ এতে ১০ লাখ টাকার ৰতি হয় বলে ৰতিগ্রসত্ম কৃষক দাবী করেন৷ মঙ্গলবার সকালে উপজেলার গজালিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি ডিসি রোড় এলাকায় এ ঘটনা ঘটে৷ এ বিষয়ে ৰতিগ্রসত্ম কৃষক বেলাল গাজী প্রশাসনের হসত্মৰেপ কামনা করেছেন৷ অভিযোগে জানা যায়, দৃষ্টি প্রতিবন্ধী কৃষক বেলাল গাজীর নামে লামা উপজেলার ৩০৫নং গজালিয়া মৌজার ডিসিরোড এলাকায় ২০ একর পাহাড়ি জমি আছে৷ দীর্ঘ ৩০ বছর ধরে ওই জমিতে বহু কায়িক শ্রম ও অর্থ ব্যয়ে সেগুন, আমলকি, একাশিয়া, গামারি, গর্জন, আম, কলা, লিচুসহ বিভিন্ন গাছের বাগান সৃজন এবং বসতঘর নির্মাণ করে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন৷ সম্প্রতি এ জমির উপর পাশর্্ববর্তী হেডম্যান পাড়ার সাহ্লাচিং মার্মা ও অংসাথোয়াই মার্মার কু-নজর পড়ে৷ তারা এ জমি দখলে নিতে বিভিন্ন সময় অপচেষ্টা চালায়৷ এক পর্যায়ে কৃষক বেলাল গাজীর আবেদনের প্রেৰিতে স্থানীয়ভাবে বিষয়টি আপোষ মিমাংসা হয়৷ কিন্তু আপোষ মিমাংসার শর্ত ভঙ্গ করে মঙ্গলবার সকালে সাহ্লাচিং মার্মা ও অংসাথোয়াই মার্মার নেতৃত্বে আরো ১২-১৩জন সংঘবদ্ধ হয়ে আর/৮৭৮নং হোল্ডিং এর ওপর সৃজিত বাগানের গাছ কাটা শুরম্ন করে৷ এ সময় ১ বছর বয়সী ৫ হাজার একাশিয়ার চারা উপড়ে ফেলে ও ৯-১০ বছর বয়সী ৪ হাজার আমলকি, গর্জন, গামারী, সেগুন ও একাশিয়া গাছ কেটে দেয়৷ কৃষক বেলাল গাজী ও তার স্ত্রী হোসনে আরা গাছ কাটতে বাঁধা দিলে প্রতিপৰের লোকজন তাদেরকে প্রাণ নাশের হুমকি দেয়৷ পরে স্থানীয় গজালিয়া ক্যাম্পের পুলিশ সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে এগিয়ে গেলে সংঘবদ্ধ চক্রের সদস্যরা পালিয়ে যায়৷ স্থানীয়রা জানান, এ চক্রের সদস্যরা শুধু কৃষক বেলাল গাজী নয়, একই পদ্ধতিতে তারা এলাকার বেশ কয়েকজন প্রানত্মিক কৃষকের জমি দখলে নেয়ার চেষ্ঠা চালাচ্ছে৷ অভিযুক্ত অংসা থোয়াই ও সাহ্লাচিং মার্মা প্রতিপৰের গাছ কাটার ঘটনার সঙ্গে জড়িত নয় বলে জানান৷
কৃষক বেলাল গাজী ও তার স্ত্রী কান্না জড়িত কন্ঠে এ প্রতিবেদককে বলেন, গাছ কাটার কাজে বাঁধা দিলে প্রতিপৰের লোকজন আমাকে ও আমার স্ত্রী সনত্মানকে মৃতু্যর ভয় দেখায়; বিধায় গাছ কাটার দৃশ্য অসহায়ভাবে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছু করার ছিলনা৷ তারা গাছ কেটে আমাদের প্রায় ১০ লাখ টাকার ৰতি সাধন করেছে৷
প্রতিপৰ কর্তর্ৃক দৃষ্টি প্রতিবন্ধী কৃষক বেলাল গাজীর সৃজিত বাগানের গাছ কাটার সত্যতা নিশ্চিত করে গজালিয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ ও পুলিশের সহকারী উপ-পরিদর্শক আবদুর রব বলেন, ৰতিগ্রসত্ম কৃষককে থানায় অভিযোগ করার জন্য পরামর্শ প্রদান করা হয়েছে৷