doinikbarta

দৈনিকবার্তা-যশোর, ২১ অক্টোবর ২০১৫: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের বিএসসি (সম্মান ও ইঞ্জিনিয়ারিং) ভর্তি পরীক্ষায় ৬৮০ আসনের বিপরীতে ৩০ হাজার ৯৪০ জন শিক্ষার্থী বিভিন্ন অনুষদে ভর্তির জন্য আবেদন করেছে৷ এ হিসেবে এবার প্রতি আসনের বিপরীতে ৪৬ জন শিক্ষার্থী প্রতিযোগীতা করবে৷

যবিপ্রবির জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক হায়াতুজ্জামান মুকুল জানান, ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৫ ও ১৭ ডিসেম্বর৷তিনি আরও জানান, অ ইউনিটে ১০ হাজার ৪৫৩ জন, ই ইউনিটে ৯ হাজার ৩৮৯ জন, ঈ ইউনিটে ৫ হাজার ৬৪৩ জন, উ ইউনিটে ২ হাজার ৪৪১ জন এবং ঊ ইউনিটে ৪৭৪ জন, ঋ ইউনিটে ২ হাজার ৫৪০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছে৷উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ভর্তি পরীক্ষার আবেদনপত্র অনলাইনের মাধ্যমে গ্রহণ করা হয়৷