দৈনিকবার্তা-গাজীপুর, ২১ অক্টোবর ২০১৫: আবদুল্লাহ আল মামুন থিয়েটার স্কুলের ২৪তম ব্যাচের প্রযোজনা বিশ্ববিখ্যাত ইংরেজি সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়ারের নাটক টেম্পেস্ট’ আবারো মঞ্চায়িত হতে যাচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে নাটকটি মঞ্চস্থ হবে। এটি বাংলায় রূপান্তর করেছেন সমকালিন বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা সৈয়দ শামসুল হক। নির্দেশনা দিয়েছেন ড. আইরিন পারভীন লোপা।
নাটকের গল্পে দেখা যায়, উত্তাল ভূমধ্য সাগর। ঝড়ের সাথে মিতালি কওে সমূদ্র যেন রুদ্ররুপ ধারণ করেছে। সাগওে ভাসমান একটি জাহাজ ঝড়ের কবলে পড়ে এর যাত্রীরা নাস্তানাবুদ। এই ঝড় কোনো প্রাকৃতিক দুর্যোগ নয় বরং ১২ বছর আগে ভাইয়ের (এ্যান্টেনিও) চক্রান্তের শিকার হয়ে সিংহাসনচ্যুত মিলানের ডিউক প্রসপেরোর যাদুবিদ্যা দ্বারা সৃষ্টি। বিশ্বাসঘাতকতার শাস্তি স্বরুপ এই পদক্ষেপ তার।প্রসপেরোর ষোড়শী কন্যা মিরান্ডার অনুরোধের বদৌলতে পরিস্থিতি স্বাভাবিকতা ফিরে পায়। জাহাজে থাকা রাজ ব্যক্তিবর্গকে দ্বীপের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে দিয়ে প্রাণে রক্ষা করা হয়। নিজ কন্যা মিরান্ডার কাছে আপন ভাইয়ের ষড়যন্ত্র ও চক্রান্তকারীদের পরিচয় তুলে ধরে জরাকীর্ণ দ্বীপে আশ্রয় নেওয়ার লোমহর্ষক কাহিনীর বর্ননা দেন প্রসপেরো। অশরিরী আত্মা এরিয়েল একান্ত অনুগতের মতো প্রসপেরোর সমস্ত পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করে।