দৈনিকবার্তা-ঢাকা, ২১ অক্টোবর ২০১৫: প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বুধবার সকালে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে মোবাইল সিম নিবন্ধনে পরীক্ষামূলক বায়োমেট্রিক (আঙ্গুলের ছাপ গ্রহণ)পদ্ধতির উদ্বোধন করেছেন৷উপদেষ্টা প্রথম গ্রাহক হিসেবে বায়োমেট্রিক পদ্ধতিতে রাষ্ট্রীয় মালিকাধীন মোবাইল ফোন অপারেটর টেলিটকে সিম নিবন্ধনের মাধ্যমে এ পদ্ধতির উদ্বোধন করেন৷ডাক ও টেলিযোগাযোগ সচিব ফয়জুর রহমান চৌধুরী এবং টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আহমদ সজিব ওয়াজেদ জয়ের কাছে সিম হস্তানত্মর করেন৷জয় বলেন, মোবাইল সিম নিবন্ধনে বায়োমেট্রিক পদ্ধতি গ্রহণে বিশ্বে বাংলাদেশ দ্বিতীয়৷ এ কারণে আমি গৌরববোধ করছি৷
ডিজিটাল বাংলাদেশ বাসত্মবায়নের মাধ্যমে জনগণের কিছু একটা করার স্বপ্ন ও বাসনা আমার রয়েছে৷ আমি কেবল মাত্র উপদেশ দেই, আপনারা সেটি বাসত্মবায়ন করেন এতে কৃতিত্ব আপনাদেরই৷ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম এমপি বলেন, এই প্রক্রিয়ায় আনুষ্ঠানিক নিবন্ধন শুরু হবে ১৬ ডিসেম্বর থেকে৷ সকল মোবাইল কোম্পানী নিজ নিজ সকল বিক্রয় কেন্দ্রে এ পদ্ধতি চালু করবে৷তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে উপদেষ্টা জয় এই সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণে সম্প্রদি বাংলাদেশ আইসিটিতে টেকসই উন্নয়ন করায় আইটিইউ পুরস্কার অর্জণ করেছে৷ আঙ্গুলের ছাপ পদ্ধতির পরীক্ষামূলক উদ্বোধনের পর আইসিটি বিষয়ক উপদেষ্টা জয় এই প্রকল্পে বাসত্মবায়ন নিয়ে এক বৈঠকে অংশ নেন৷ এতে সিনিয়র কর্মকতর্ারা উপস্থিত ছিলেন৷ নিজের নামে একটি সিম নিবন্ধনের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে পরীক্ষামূলক সিম নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়৷জয় সকালে মন্ত্রণালয়ে পৌঁছালে প্রতিমন্ত্রী তারানা হালিম তাকে স্বাগত জানান৷ এরপর মন্ত্রণালয়, নিয়ন্ত্রক সংস্থা ও বিভিন্ন সরকারি কোম্পানির ঊর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা৷শুরুতেই জয়ের নামে টেলিটকের একটি সিম নিবন্ধন করা হয়৷ তিনি আঙ্গুলের ছাপ দিলে টেলিটকের সার্ভারে স্বয়ংক্রিয়ভাবে তার জাতীয় পরিচয়পত্রের তথ্য চলে আসে৷ তা দেখে কর্মকর্তারা তার আইডি সম্পর্কে নিশ্চিত হন৷এরপর জয়কে টেলিটকের একটি সিম হস্তান্তর করেন ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী৷ সিমের দাম বাবদ ১৮০ টাকা পরিশোধ করেন জয়৷তারানা হালিম এ সময় বলেন, তথ্য-প্রযুক্তি উপদেষ্টার নম্বরে ১৬ সংখ্যার আধিক্য রয়েছে৷ কারণ এটা আমাদের বিজয়ের সংখ্যা৷ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পরিকল্পনার কথা উল্লেখ করে অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে জয় বলেন, আমার ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল দেশের জন্য কিছু করার৷আমি শুধু পরামর্শ দিয়েছি, বুদ্ধি দিয়েছি৷ বাস্তবায়ন করেছেন আপনারা৷ এজন্য সবাইকে ধন্যবাদ৷আগামী এক নভেম্বর থেকে পরীক্ষামূলকভাবে গ্রাহকরা মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করতে পারবেন৷ ১৬ ডিসেম্বর থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে চূড়ান্তভাবে নিবন্ধন প্রক্রিয়া শুরু করবে অপারেটররা৷
ভুয়া পরিচয়ে অথবা নিবন্ধন ছাড়া সিম কিনে নানা অপরাধে ব্যবহারের অভিযোগ বাড়তে থাকায় সমপ্রতি গ্রাহকদের তথ্য যাচাই ও সিম পুনঃনিবন্ধনের উদ্যোগ নেওয়া হয়৷ এরপর মোবাইল গ্রাহকদের সিমের তথ্য যাচাইয়ে জাতীয় পরিচয়পত্রের তথ্য ভাণ্ডার ব্যবহারের প্রক্রিয়া শুরু হয়৷
এই প্রক্রিয়া শুরু হওয়ার পরপর প্রায় এক কোটি গ্রাহকের নিবন্ধন যাচাই করে দেখা গেছে, এর মধ্যে সঠিকভাবে নিবন্ধন হয়েছে মাত্র ২৩ লাখ ৪৩ হাজার ৬৮০টি সিম৷একটি ভুয়া জাতীয় পরিচয়পত্রের বিপরীতে ১৪ হাজার ১১৭টি সিম তোলার ঘটনাও ধরা পড়ে৷ এছাড়া আরো তিনটি এনআইডির বিপরীতে ১১ হাজার ৮৬৬টি, ১১ হাজার ৩২৮টি ও ৬ হাজার ১৭৯টি সিম নিবন্ধন হয়েছে বলেও যাচাইয়ে ধরা পড়ে৷এরপরই সিম নিবন্ধন পপ্রক্রয়া আরও স্বচ্ছ করতে বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহারের ঘোষণা আসে৷বর্তমানে বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকসহ মোট ৬টি অপারেটর রয়েছে৷নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির হিসাবে গত অগাস্টের শেষ নাগাদ দেশে মোবাইল সিমের সংখ্যা ১৩ কোটি ছাড়িয়েছে; ইন্টারনেট সেবা নিচ্ছেন সোয়া পাঁচ কোটি গ্রাহক৷অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোস, মন্ত্রণালয় ও সরকারি টেলিকম কোম্পানির শীর্ষ কর্মকর্তা, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন উপস্থিত ছিলেন৷