দৈনিকবার্তা-নারায়ণগঞ্জ, ২১ অক্টোবর ২০১৫: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বুধবার সকালে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ছয় জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী, অপর একটি বাসচাপায় পথচারী ও অজ্ঞাত বাহনের চাকায় পৃষ্ঠ হয়ে এক ট্রাক মালিক নিহত হয়েছেন। পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।নিহতারা হলেন- অটোরিকশা যাত্রী সাগর (২৫) ও মিন্টু (৪০)। তাৎক্ষণিকভাবে নিহত অটোরিকশার বাকি দুই যাত্রীর নাম-পরিচয় জানা যায়নি। পৃথক দুর্ঘটনায় নিহত ট্রাক মালিকের নাম মমিনুল হক (৪৮) এবং যাত্রী সেবা পরিবহণের একটি বাসচাপায় নিহত হন মনিরুদ্দিন (৩৫) নামের এক পথচারী।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. সরাফত উল্লাহ জানান, মধ্যরাত থেকে বুধবার সকাল পর্যন্ত তিন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে পাঁচজনের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আরেকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হওয়ায় লাশটি সেখানেই রাখা হয়েছে।ওসি জানান, ভোরের দিকে সাইনবোর্ড এলাকার মিতালী সুপার মার্কেটের সামনে এক দুর্ঘটনায় আড়াইহাজার থেকে ঢাকামুখী একটি অটোরিকশার চার আরোহীর মৃত্যু হয়।সম্ভবত কোনো একটি বাসের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। পরে চালকসহ চার আরোহীর লাশ ভেতর থেকে উদ্ধার করা হয়।এদের মধ্যে অটোচালক সাগরের (২৫) বাড়ি রূপগঞ্জ উপজেলার কাজীপাড়ায়। আর তিন আরোহীর মধ্যে মিন্টু (৪০) নামের একজনের বাড়ি রূপগঞ্জের রূপসী গ্রামে। বাকি দুজনের পরিচয় জানা যায়নি।
এর আগে মধ্যরাতে শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের চাপায় মমিনুল হক (৪৮) নামের এক পথচারীর মৃত্যু হয়। তার বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবননগর শাপলা কলিপাড়া এলাকায়।আর সানারপাড় এলাকায় অপর দুর্ঘটনাটি ঘটে বুধবার সকাল ১০টার দিকে। সেখানে বাসচাপায় গুরুতর আহত প্রায় ৫৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়, বলেন ওসি।