রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনে

দৈনিকবার্তা-গাজীপুর, ২১ অক্টোবর ২০১৫: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ গত মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে মস্কো সফর করেছেন। বুধবার ক্রেমলিনের এক মুখপাত্র গণমাধ্যমকে এবিষয়ে জানিয়েছেন। এই সফরে আসাদের সঙ্গে পুতিনের যৌথ সামরিক অভিযান ও ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনার নীতি নির্ধারণ নিয়ে আলোচনা হয়েছে বলেও ক্রেমলিন থেকে জানানো হয়।

রাশিয়ার একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দুই প্রেসিডেন্টের এই বৈঠকে সন্ত্রাসবিরোধী অভিযান, চরমপন্থী ও সিরিয়াকে সামরিক সহায়তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পুতিন বলেন, সিরিয়ার পক্ষ হয়ে রাশিয়া সবসময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং চার বছর ধরে চলা সিরিয়ার সংঘাতের রাজনৈতিক নিষ্পত্তি করবে।

তিন সপ্তাহ আগে রাশিয়ার বিমানবাহিনী সিরিয়ায় বিমান হামলার শুরুর পর এই প্রথম দুজনের সাক্ষাৎ হল। যদিও রাশিয়া দেখাচ্ছে, এই বিমান হামলার উদ্দেশ্য ইসলামিক ষ্টেটের জঙ্গীদের দমন করা কিন্তু পশ্চিমাদের মতে, প্রেসিডেন্ট আসাদের বিরোধী শক্তিকে দমন করাই রাশিয়ার মূল লক্ষ্য।