দৈনিকবার্তা-ঢাকা, ২০ অক্টোবর ২০১৫: রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি বলেছেন, সাংবাদিক বান্ধব বর্তমান সরকার সাংবাদিকদের অবাধ অধিকার নিশ্চিত করেছে বলেই আজ তারা অবাধ অধিকার ভোগ করছেন।তিনি সরকারের উন্নয়ন কাজ গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরার জন্য আহবান জানান।মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাব এডিটরস কাউন্সিল (ডিএসইসি)’র নব-নির্বাচিত কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সংগঠনের সভানেত্রী নাসিমা আকতার সোমার সভাপতিত্বে অনুষ্ঠিত অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,সাংবাদিক নেতা জাকারিয়া কাজল, ও ওমর ফারুক, লক্ষ্মীপুর জেলা ফাউন্ডেশনের সভাপতি সোলাইমান রুবেল, (ডিএসইসি)’র সহ-সভাপতি এম শহীদুল হক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ লাবিন রহমান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও বিশিষ্ট ব্যবসায়ী শহীদ ইসলাম পাপুল প্রমুখ।
রেলপথ মন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্দেশে বলেন, তিনটি ভুল রাজনীতির জন্য জনগন বিএনপিকে লালকার্ড দেখিয়েছে।তিনি আরো বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয়া ও পরে পেট্রলবোমা দিয়ে দেশের নিরীহ মানুষকে হত্যা করার ঘটনা বিএনপি রাজনীতির জন্য বড় ভুল হয়েছে।মন্ত্রী সাংবাদিকদের কল্যাণে সরকারের বিভিন্ন কর্মসুচির কথা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের কল্যাণে এবং অবাধ গণমাধ্যমের বিকাশে যা করেছের তা অতীতে কোন সরকার করতে পারিনি।