দৈনিকবার্তা-ঢাকা, ২০ অক্টোবর ২০১৫: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা করেই ভাড়া বাড়িযেছে সরকার৷ কিন্তু এখন তারা নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় করছেন৷ কেউ অতিরিক্ত ভাড়া নিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে৷
মঙ্গলবার রাজধানীর বিআরটিএ কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন৷ সেতুমন্ত্রী বলেন, সরকার জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্ব দিয়ে আসছে৷ আমি নিজে রাস্তায় থাকবো তবু ভাড়া বাড়তে দিবো না৷ যারাই অতিরিক্ত ভাড়া আদায় করবেন তাদেরকেই আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে৷
অতিরিক্ত ভাড়া আদায় প্রসঙ্গে মন্ত্রী বলেন, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে মোবাইলকোর্ট অব্যাহত থাকবে৷ যেখানেই অতিরিক্ত ভাড়া আদায় হবে সেখানেই শাস্তিমূলক ব্যবস্থা নেবেন তারা৷চালকরা সব সময় দোষী না৷ বাসের ভেতরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে চালক দায়ী থাকবে৷ কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে মালিক পক্ষকে দায় নিতে হবে৷এ সময় বিআরটিএ-এর চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, পরিচালক (অপারেশন)সহ বিআরটিএ এর সকল জোনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ৷