দৈনিকবার্তা- রংপুর, ১৯ অক্টোবর ২০১৫: রংপুরে নাশকতা ও ভাংচুরের অভিযোগে বিএনপি ও জামায়াত- শিবিরের ২৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার মধ্যে রাত থেকে সোমবার ভোর পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন জানান, নাশকতা ও ভাংচুরের অভিযোগে বিএনপির চারজন ও জামায়াত-শিবিরের ১৯ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ ছাড়াও গাড়ি ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগের মামলা রয়েছে। জেলা পুলিশের কন্ট্রোল রুম সুত্র জানায়, কোতয়ালী থানা পুলিশ জামায়াত-শিবিরের ১৩ জন।বিএনপির ৪ জন, মিঠাপুকুরে জামায়াতের ৩ জন, বদরগঞ্জে জামায়াতের একজন, পীরগাছায় শিবিরের একজন ও কাউনিয়া থানা পুলিশ জামায়াতের একজন কর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের পুলিশ হেফাজতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে আদালতের মাধ্যেমে জেল-হাজতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।