দৈনিকবার্তা-ঢাকা, ১৮ ঢাকা ২০১৫: সাংহাই মাষ্টার্স টেনিসের শিরোপা জিতলেন শীর্ষ বাছাই সার্বিয়ার নোভাক জকোভিচ৷ চলতি বছর এই নিয়ে নবম শিরোপা জয়ের স্বাদ পেলেন তিনি৷ যার মধ্যে রয়েছে তিনটি গ্র্যান্ড স্ল্যাম ৷ টুর্নামেন্টের ফাইনালে জকোভিচ সরাসরি সেটে হারিয়েছেন ১৬তম বাছাই ফ্রান্সের জো-উইলফ্রেড ত-সঙ্গাকে৷ বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ও চায়না ওপেনের শিরোপা জিতেই সাংহাই মাষ্টার্সে খেলতে নামেন জকোভিচ৷ শিরোপা জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতেই সাংহাইতে নিজের মিশন শুরু করেন তিনি৷ এখানেও সাফল্য শতভাগ পেয়েছেন জকোভিচ৷ শিরোপার মুকুট পড়েই টুনর্ামেন্ট শেষ করেছেন বিশ্বের এক নম্বর খেলোয়াড়৷ ফাইনালে ত-সঙ্গাকে পেয়ে হয়তো খুশীই হয়েছিলেন জকোভিচ৷ কারন কাগজে-কলমে শক্তির বিচারে জকোভিচের চেয়ে অনেকখানি পিছিয়ে ছিলেন ত-সঙ্গা৷ ফেভারিট যে কতটা ছিলেন তার পাওয়া যায় প্রথম সেটেই৷ ৬-২ গেমে প্রথম সেট জিতে দুদর্ানত্ম সূচনা করেন জকোভিচ৷ এরপর দ্বিতীয় সেটও ৬-৪ গেমে জিতে শিরোপা জয় নিশ্চিত করেন সার্বিয়ার সেরা টেনিস তারকা৷
১ ঘন্টা ১৮ মিনিট সময় নিয়ে ফাইনাল জিতে যাওয়ায় বেশ খুশী জকোভিচ বলেন, ‘আরও একটি শিরোপা জিতে নিলাম৷ বছরের শেষটাও ভালো যাচ্চে৷ নিজের পারফরমেন্সে আমি বেশ খুশী৷ ত-সঙ্গা ভালো প্রতিপক্ষ ছিলো৷ আমিও নিজের সেরাটা দেয়ার জন্য উদগ্রীব ছিলাম৷ পুরো ম্যাচে যা চেয়েছি তাই হয়েছে৷