বন্দুকযুদ্ধ

দৈনিকবার্তা-কঙ্বাজার, ১৮ ঢাকা ২০১৫: কঙ্বাজার শহরের বাদশাগোনা এলাকায় সন্ত্রাসীদের দু\’পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন৷ এ সময় ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে৷রোববার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটেছে৷ নিহতরা হলেন- নুরুল আলম (৪৫) ও কালু ওরফে বার্মাইয়া কালু (৩৭)৷কঙ্বাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনের মৃতদেহ উদ্ধার করেছে৷ বর্তমানে মৃতদেহ দুটি কঙ্বাজার সদর হাসপাতালে রয়েছে৷ এ সময় ঘটনাস্থল থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে জানান পরিদর্শক বখতিয়ার উদ্দিন৷
এ ঘটনায় হাসনাত বাহিনীর পক্ষে নেতৃত্ব দেন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড রমজান ও নুরুল আলম বাহিনীর পক্ষে বাহিনী প্রধান ডা. নুরুল আলম৷এ সময় ঘটনাস্থল থেকে তিনটি এলজি বন্দুক, চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়৷নিহত নুরুল আলম প্রকাশ ওরফে ডাকাত নুরুল আলম হলেন বাদশা ঘোনা এলাকার বখতিয়ার আহমদের ছেলে ও মো. কালু ওরফে প্রকাশ বার্মাইয়া কালু একই এলাকার মো. শফির ছেলে৷ নিহত নুরুল আলমের বিরুদ্ধে ১৮টি ও বার্মাইয়া কালুর বিরুদ্ধে চারটি মামলা রয়েছে বলে জানায় পুলিশ৷

কঙ্বাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, বাদশা ঘোনা এলাকায় সন্ত্রাসীদের দুই গ্রুপর মধ্যে সংঘর্ষের বর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়৷ পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়৷ এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুই সন্ত্রাসীকে উদ্ধার করে কঙ্বাজার সদর হাসপাতালে নিয়ে এলে সেখানে দায়িত্বরত চিকিত্‍সক তাদের মৃত ঘোষাণা করেন৷ এর আগে শুক্রবার রাত ৮টার দিকে শহরের দক্ষিণ রোমালিয়ার ছড়ায় সন্ত্রাসীদের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটে৷ এ সময় শেখ আব্দুল্লাহ (২৬) নামে সন্ত্রাসী রানা বাহিনীর এক সদস্য নিহত হয়৷ তিনি রোমালিয়ার ছড়ার ওয়াদুদ মিয়ার ছেলে৷