Rashed-khan-Menon

দৈনিকবার্তা-ঢাকা, ১৭ ঢাকা ২০১৫: দুই বিদেশী নাগরিক খুন হওয়ার পর পর্যটনসহ বিভিন্ন বিষয়ে যারা আমাদের উপদেশ ও পরামর্শ দিচ্ছেন, তাদের দেশে আরও ভয়াবহ ঘটনা ঘটছে৷ কিন্তু তাদের পরামর্শ দেয়ার কেউ নেই৷দুই বিদেশি খুনের ঘটনার পর নিজ দেশের নাগরিকদের চলাচলে কয়েকটি পশ্চিমা দেশের সতর্কতা জারির পেছনে ষড়যন্ত্র দেখছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ৷তিনি বলেন,বাংলাদেশের দ্রুত এগিয়ে যাওয়ার গতিকে থামিয়ে দিতে ষড়যন্ত্র চলছে৷শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে টেকসই উন্নয়নে পরিবেশ ও পর্যটনের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এসব কথা বলেন৷বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর আয়োজিত এ আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাবন্ধিক জিয়াউল হক হাওলাদার৷

অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী বলেন, সমপ্রতি দেশে দুইজন বিদেশি হত্যা হল৷ এরপর মনে হল আমাদের উপরে পুরো আকাশটাই ভেঙে পড়েছে৷এরপর অনেকেই তাদের নাগরিকদের এদেশ সফরের বিষয়ে সতর্কতা জারি করলেন৷ যারা এসব সতর্কতা জারি করছেন, তাদের দেশে যা ঘটছে তা তো আরও ভয়ঙ্কর৷ওয়ার্কাস পার্টির নেতা মেনন বলেন, নিরাপত্তার অজুহাতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফর বাতিল করল৷ এরপর দিনই তাদের দেশে একটি পুলিশ স্টেশনের সামনে কয়েকজনকে গুলি করে মেরে ফেলা হল৷যুক্তরাষ্ট্র সতর্কতা দিল, সেখানে একটি স্কুলে নির্বিচারে গুলি চালিয়ে অনেকজনকে হত্যা করা হল৷গত ২৮ সেপ্টেম্বর ঢাকায় ইতালির নাগরিক চেজারে তাভেল্লা হত্যাকাণ্ডের পর ৩ অক্টোবর রংপুরে খুন করা হয় জাপানের নাগরিক কুনিও হোশিকে৷নিরাপত্তার অজুহাতে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর বাতিলের মধ্যে তাভেল্লা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে৷ এরপর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডাসহ কয়েকটি দেশের দূতাবাস বাংলাদেশে তাদের নাগরিকদের চলাচলে সর্তকর্তা জারি করে৷

পর্যটনমন্ত্রী মেনন বলেন, তুরস্ক আমাদের বলে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ কর৷ তাদের দেশেই বোমা বিস্ফোরণে ৯৫ জন মারা গেল৷ এই সব দেশ কি বাংলাদেশের চেয়ে নিরাপদ?আমি মনে করি বাংলাদেশ যেহেতু অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে, এসব কারণে নানা ষড়যন্ত্র চলছে যেন বাংলাদেশকে পিছিয়ে দেওয়া যায়৷২০১৬ সালের পর্যটন বর্ষকে সামনে রেখে আগামী ২৭ ও ২৮ অক্টোবর দেশে প্রথমবারের মতো বুড্ডিস্ট সার্কিট কনফারেন্স হতে যাচ্ছে বলে জানান পর্যটনমন্ত্রী মেনন৷

কনফারেন্সে বিভিন্ন দেশের পর্যটনমন্ত্রী ও একাডেমিকরা আসবেন জানিয়ে তিনি বলেন, এদেশে প্রায় ৫০০টি বৌদ্ধ স্থাপনা রয়েছে৷ অথচ ভারত ও নেপাল বুড্ডিস্ট সার্কিটের অন্তর্ভুক্ত হলেও বাংলাদেশ অন্তর্ভুক্ত নয়৷ আমরা চেষ্টা করছি এ বিষয়টিতে একটি ব্রেক থ্রু করার৷মন্ত্রী বলেন, দুই বিদেশী নাগিরক খুন হওয়ায় আমরা দুঃখিত৷ বিষয়টি নিয়ে সমাধানের পথে এগোচ্ছি৷ কিন্তু এ জন্য বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র ও জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা কোনভাবেই উচিত নয়৷

তিনি বলেন, পাথর ও কয়লা শিকারিদের আক্রমণে জাফলং ও লালাখাল ধ্বংস হতে চলেছে৷ এগুলো রক্ষার জন্য পর্যটন যেমন প্রয়োজন, তেমনি সুরক্ষার ব্যবস্থাও প্রয়োজন৷ পর্যটন সংরক্ষণ আইন আছে, তা বাস্তবায়ন করতে হবে৷

আলোচনা সভায় বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইয়াসিন আলী বলেন, জাতীয় বাজেটে পর্যটনের জন্য সবচেয়ে কম বাজেট দেয়া হয়েছে৷ এটা গুরুত্বপূর্ণ একটি শিল্প৷ এর জন্য আরও বেশি আর্থিক বরাদ্দ প্রয়োজন৷আলোচনা সভায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টু্যরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক সন্তোষ কুমার দেব, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক মো. আবদুল মতিন, বাংলাদেশ ইনবাউন্ড টু্যর অপারেটরস অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল একরাম প্রমুখ বক্তব্য রাখেন৷