দৈনিকবার্তা-ঢাকা, ১৭ ঢাকা ২০১৫: চিকিত্সার জন্য ফের সিঙ্গাপুর গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷ সঙ্গে রয়েছেন তার স্ত্রী রাহাত আরা বেগম৷শনিবার সকাল পৌনে ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন৷ বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন৷প্রায় দুই মাস পর চিকিত্সা শেষে গত ২১ সেপ্টেম্বর দেশে ফেরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷ গত ২৬ জুলাই তিনি সিঙ্গাপুর যান৷ সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল এবং ইকোনোহসপিটালের তিন বিশেষজ্ঞ চিকিত্সক তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে৷পরবর্তীতে উন্নত চিকিত্সার জন্য সস্ত্রীক নিউইয়র্কে যান বিএনপির এই নেতা৷ গত ১৭ সেপ্টেম্বর সেখান থেকে পুনরায় সিঙ্গাপুরে যান৷ জামিনে মুক্তি নিয়ে এক দফায় ঘুরে আসার পর চিকিত্সার জন্য ফের বিদেশে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ফখরুল বিশেষজ্ঞ চিকিত্সক দেখাবেন এবং স্বাস্থ্য পরীক্ষা করাবেন৷আগামী ২১ অক্টোবর ভারপ্রাপ্ত মহাসচিব দেশে ফিরবেন বলে বিএনপি নেতারা জানিয়েছেন৷ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াও বিদেশে রয়েছেন৷তার ফেরার দিন এখনও ঠিক হয়নি৷ মস্তিষ্কের ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ায় তার চিকিত্সা নিতে সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে চিকিত্সকদের দেখিয়ে কোরবানির ঈদের আগে গত ২১ সেপ্টেম্বর দেশে ফিরেছিলেন ফখরুল৷দুটি ব্লক থাকলেও রক্ত সঞ্চালন মোটামুটি অব্যাহত থাকায় এবং ধকল সামলানোর মতো শারীরিক অবস্থা না থাকায় অস্ত্রোপচার না করার পক্ষে মত দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের চিকিত্সকরা৷
বছরের শুরুতে গ্রেপ্তার হয়ে নাশকতার কয়েকটি মামলায় প্রায় সাত মাস কারাগারে ছিলেন বিএনপির মুখপাত্র৷ অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে সর্বোচ্চ আদালত জামিন দিলে গত জুলাই মাসে ছাড়া পান তিনি৷এরপর ২৭ জুলাই তিনি সিঙ্গাপুরে যান, সেখান থেকে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন৷ পরে সিঙ্গাপুর হয়ে দেশে ফেরেন তিনি৷ফখরুলের বিরুদ্ধে যে সব মামলা হয়েছে, তা রাজনৈতিক হয়রানিমূলক বলে বিএনপির দাবি৷