Imran

দৈনিকবার্তা-ঢাকা, ১৭ ঢাকা ২০১৫: ফেইসবুকের একটি আইডি থেকে হত্যার হুমকি পেয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার৷ আরাফ আল ইসলাম নামে একটি ফেসবুক আইডি থেকে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারকে হত্যার হুমকি দেওয়া হয়৷ এজন্য পুলিশের পরামর্শমতো থানায় জিডি করেছেন তিনি৷জিডি গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু বকর সিদ্দিক৷শনিবার বিকেল সোয়া ৫টার দিকে শাহবাগ থানায় জিডি করেন ইমরান এইচ সরকার৷শনিবার সকাল ১০টা ১৯ মিনিটে তাকে হত্যার এ হুমকি দেওয়া হয় বলে দুপুরে তার ভ্যারিভাইড ফেসবুকে পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে জানান তিনি৷

ইমরান এইচ সরকার তার স্ট্যাটাসে লিখেছেন, অত্‍ধভ অষ ওংষধস ওংন (ওংষধসরপ ঝঃধঃব ইধহমষধফবংয?) নামে এক উগ্র ধর্মান্ধ সন্ত্রাসী আজ সকাল ১০টা ১৯ মিনিটে আমাকে হত্যার হুমকি দিয়েছে৷ সে লিখেছে আমার মৃতু্য খুব নিকটে, বিদেশিদের মতো করে আমাকে হত্যা করা হবে৷ ইমরান তার স্ট্যাটাসে আরও লিখেন, পর্যালোচনা করে দেখা যায়, সে তার ব্যক্তিগত মোবাইল ইন্টারনেট ব্যবহার করে এই হুমকি দিয়েছে৷ আর তার ঠিকানা হিসেবে ময়মনসিংহ জেলা ও আনন্দমোহন কলেজ উল্লেখ আছে৷আমি এই উগ্র সন্ত্রাসীর কাপুরুষোচিত হুমকিতে মোটেই ভীত নই৷ তবে, সকলের অবগতি ও আইনশৃঙ্খলা বাহিনীর জ্ঞাতার্থে বিষয়টি জানিয়ে রাখলাম৷অপর এক স্ট্যাটাসে তিনি লিখেন, সমাজের সব শ্রেণিপেশা-বয়সের মানুষকেও এই দেশবিরোধী উগ্র সন্ত্রাসীদের মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি৷ বাংলাদেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় সব বিভেদ ভুলে আমাদের অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে৷