Addreses_BB Projanmo League-------2

দৈনিকবার্তা-ঢাকা, ১৭ ঢাকা ২০১৫: লন্ডনে বসে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সন্ত্রাসীদের সঙ্গে গোপন বৈঠক করেছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.হাছান মাহমুদ৷শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বঙ্গবন্ধু প্রজন্ম লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন৷হাছান মাহমুদ বলেন, আমরা শুনেছি বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে তারেক রহমানের সম্পর্ক রয়েছে৷দেশকে অস্থিতিশীল করতে তাদের সঙ্গে বেগম খালেদা জিয়া গোপন বৈঠক করেছেন৷ তাই বিএনপি নেতাদের কাছে অনুরোধ আপনারা সন্ত্রাসের পথ ছাড়ুন৷

এ সময় তিনি বলেন, বিএনপি নেতাদের মধ্যে গভীর হতাশা বিরাজ করছে৷ কারণ খালেদার জন্য লন্ডনে নতুন বাসা খোঁজা হচ্ছে৷ এ জন্য খালেদা জিয়া আর দেশে ফিরবেন কি না তা নিয়ে বিএনপি নেতাদের মধ্যে হতাশা বিরাজ করছে৷ তারা এমনও ধারণ করছেন কিছুদিন লন্ডন-বাংলাদেশ করে খালেদা জিয়া লন্ডনেই প্রবাসী হয়ে যেতে পারেন৷বিএনপি অফিসে সংবাদ সম্মেলনের বিষয়ে তিনি বলেন, বিএনপি যে মরে যায়নি, বেঁচে আছে তা জানান দিতেই প্রতিদিন বিএনপি অফিসে সংবাদ সম্মেলন করা হচ্ছে৷এ সময় আলোচনা কক্ষে অট্টহাসিতে মেতে ওঠেন উপস্থিতরা৷ হাসি থামতেই হাছান মাহমুদ বলেন, বিএনপি বেঁচে আছে জানান দিতে এ পন্থা বন্ধ করে জনগণের কাছে আসুন৷

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, আগুন সন্ত্রাসীরা বিদেশে বাংলাদেশের সম্মান নষ্ট করতে চক্রান্ত চালাচ্ছে৷ দুর্গা পূজা উপলক্ষ্যে আবারও নতুন চক্রান্ত হতে পারে৷ ধর্মীয় সমপ্রীতি নষ্ট করতে আগুন সন্ত্রাসীরা চেষ্টা করতে পারে৷ এ বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে৷তিনি বলেন, বিএনপি নেতাদের মধ্যে গভীর হতাশা৷কারণ তারা কেউ জানেন না তাদের নেতা বেগম খালেদা জিয়া কবে দেশে আসবেন৷ আদৌ আসবেন কি না তা নিয়ে তাদের মধ্যে গভীর হতাশা বিরাজ করছে৷ তাদের এ হতাশার অন্যতম কারণ তাদের নেত্রী মামলার ভয়ে বিদেশে পালিয়ে গেছেন৷এ সময় তিনি উল্লেখ করেন, খালেদার বিরুদ্ধে দেশে দুটি মামলা চলছে৷ এর একটি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা শেষ পর্যায়ে৷ ৫৪০ ধারায় মামলা চলতে পারে তার ব্যবস্থা করে গেছেন৷ মামলা দু’টি ‘ফিড কেস ফর কনডিশন’৷মামলাটি যে ফিড কেস ফর কনডিশন এটি মিথ্যা কথা না৷ এটি তাদের দলের নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ আমাকে বলেছেন৷ এছাড়া বইপত্র ঘেটেও আমি পর্যালোচনা করে দেখেছি এটি ফিড কেস ফর কনডিশন, বলেন কামরুল ইসলাম৷তেল-গ্যাস-বিদু্যত্‍ রক্ষা কমিটির নেতা আনু মোহাম্মদকে উদ্দেশ্য করে কামরুল বলেন, তাদের কথা শুনে মনে হয় মায়ের চেয়ে মাসির দরদ বেশি৷ কারণ আনু মোহাম্মদদের চেয়ে সুন্দরবনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশি ভালোবাসেন৷ সুন্দরবনের পরিবেশ বৈচিত্র নষ্ট হয় এমন কোন পদক্ষেপ শেখ হাসিনা গ্রহণ করবে না৷ বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি জাকির আহম্মদ এর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামছুল হক টুকু, আওয়ামী লীগ নেতা এম এ করিম, বলরাম পোদ্দার, সুজিত রায় নন্দি প্রমুখ৷