দৈনিকবার্তা-ঢাকা, ১৫ অক্টোবর ২০১৫: দশম সংসদের অষ্টম অধিবেশন বসছে আগামী ৮ নভেম্বর।বৃহস্পতিবার রাষ্ট্রপতিমো.আবদুল হামিদ এই অধিবেশর আহ্বান করেছেন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।ওই দিন বিকাল সাড়ে ৪টায় অধিবেশন শুরু হবে।গত ১০ সেপ্টেম্বর সংসদের সপ্তম অধিবেশন শেষ হয়েছিল। এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরের অধিবেশন বসার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।৮ নভেম্বর অধিবেশন শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ নির্ধারিত হবে।
সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা বলেন,সংবিধানের বাধ্যবাধকতা মানতেই এই অধিবেশন। অধিবেশনের মেয়াদ সংক্ষিপ্ত হতে পারে।এর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সময় সমাপ্তির তারিখ নিধারণ করা হবে। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ অধিবেশন আহ্বান করেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ আহ্বান জানিয়েছেন।এর আগে গত ১৮ সেপ্টেম্বর দশম জাতীয় সংসদের ৭ম অধিবেশন শেষ হয়। যা গত ১ সেপ্টেম্বর শুরু হয়। সপ্তম অধিবেশনের মতো অষ্টম অধিবেশনও সংক্ষিপ্ত হবে বলে জানা গেছে। মূলত এটি সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই অধিবেশন। এরপর জানুয়ারিতে শীতকালীন অধিবেশন শুরু হবে।