resize42549

দৈনিকবার্তা-ঢাকা, ১৫ অক্টোবর ২০১৫: বাংলাদেশ, ভারত ও ভুটানের মধ্যে ২৯ অক্টোবর পরীক্ষামূলক যান চলাচলের সম্ভাবনার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর সরাসরি যাত্রী ও পণ্যবাহী যান চলাচল আগামী বছর জানুয়ারি মাসে শুরু হচ্ছে বলে জানান মন্ত্রী।সচিবালয়ে বৃহস্পতিবার বিবিআইএন (বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল) নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান মন্ত্রী বলেন, বাংলাদেশ, ভারত ও ভুটানের মধ্যে ২৯ অক্টোবর অথবা সুবিধাজনক সময়ে চট্টগ্রাম ঢাকা হাটিকুমরুল রংপুর বুড়িমারি/চেংড়াবান্ধা (ভারত) শিলিগুড়ি (ভারত) জয়গাঁও (ভারত) ফুয়েন্টসোলিং (ভুটান)-থিম্পু (ভুটান) রুটে অথবা ভুটানের থিম্পু হতে থিম্পু (ভুটান)-ফুয়েন্টসোলিং(ভুটান)/জয়গাঁও(ভারত)-শিলিগুড়ি(ভারত)-চেংড়াবান্ধা(ভারত)/বুড়িমারি-রংপুরহাটিকুমরুল কা-চট্টগ্রাম রুটে যাত্রীবাহী যানবাহন পরীক্ষামূলকভাবে চলাচল করবে।এছাড়া নভেম্বরের প্রথম সপ্তাহে পণ্যবাহী যান পরীক্ষামূলকভাবে চলাচল করতে পারে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সম্ভাব্য রুটে একজন অপারেটরের নাম এডিবির (এশীয় উন্নয়ন ব্যাংক) কাছে পাঠাতে হবে।

এ জন্য মংলা বন্দর-খুলনা-হাটিকুমরুল-বগুড়া-রংপুর-বুড়িমারি/চেংড়াবান্ধা (ভারত)-জয়গাঁও (ভারত)/ফুয়েন্টসোলিং (ভুটান)-থিম্পু (ভুটান) রুটে পরীক্ষামূলকভাবে পণ্যবাহী যান চালাতে মেসার্স নজরুল ট্রান্সপোর্ট এজেন্সিকে অপারেটর হিসেবে মনোনীত করে এডিবির কাছে পাঠানো হয়েছে।সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরো বলেন, চার দেশের মধ্যে গাড়ি চলাচলের জন্য একটি নির্দিষ্ট মাশুল নির্ধারণ করা হবে।প্রতিটি দেশের আইন ও বিধি অনুযায়ী এই ফি নির্ধারিত হবে। যথাসময়ে তা সবাইকে জানিয়ে দেয়া হবে।