DSC_4278445

দৈনিকবার্তা-ঢাকা, ১৩ অক্টোবর ২০১৫: রাজধানীর শাহবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ। গ্রেফতারকৃতদের নাম ছৈয়ত আলম, মোঃ মাসুদ রানা, মোঃ আকিবুল আলম ওরফে সবুজ ও মোঃ সেকান্দর। এ সময় তার হেফাজত হতে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা শহরে ইয়াবা ট্যাবলেট খুচরা ও পাইকারী মূল্যে বিক্রয় করে আসছে।গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগের যুগ্ম কমিশনার মোঃ মনিরুল ইসলাম বিপিএম, পিপিএম এর নির্দেশনায়, উপ-পুলিশ কমিশনার (পূর্ব), মাহবুবুল আলম পিপিএম, এডিসি খন্দকার নুরুন্নবী এর তত্ত্বাবধানে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ শাহ নূর আলম পাটওয়ারী এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।