দৈনিকবার্তা-পাবনা, ১৩ অক্টোবর ২০১৫: পাবনায় খ্রিস্টান যাজককে হত্যার চেষ্টা মামলায় গ্রেপ্তার ৫ জেএমবি’র মধ্যে ৪ জনের ৫ দিনের রিমা- মঞ্জুর করেছে আদালতঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাস গ্রেপ্তারকৃত ৫ জেএমবি সদস্যর মধ্যে ৪ জনকে আদালতে হাজির করে ১০ দিন করে রিমা-ের আবেদন করেন। আজ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে পাবনার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক রেজাউল করিম এই নির্দেশ দেন।
রিমা-প্রাপ্তরা হলেন; পাবনা সদর উপজেলা সিংগা পালপাড়া গ্রামের আব্দুর রহিম শেখের ছেলে জিয়াউর রহমান (৩৫), নাজিরপুর নিয়ামতুল্লাহপুর মৃত নওশের প্রামানিকের ছেলে আব্দুল আলিম (৩৬), মজিদপুর মধ্যপাড়া গ্রামের মুনছুর আলীর ছেলে শরিফুল ইসলাম ওরফে তুলিব (২২) ও সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঘবাড়িয়া গ্রামের কাশেম আলীর ছেলে আমজাদ হোসেন (৩০)।এর আগে সোমবার বিকেলে গ্রেপ্তারকৃত জেএমবি সদস্য পাবনা সদর উপজেলার নুরপুর গাংকোলা গ্রামের আব্দুল জলিলের ছেলে আব্দুর রাকিব ওরফে রাব্বি (২২) একই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
উল্লেখ্য, গত ৫ অক্টোবর সকালে ৩ দুর্বৃত্ত জেলার ঈশ্বরদীতে লুক সরকারের বাসায় ঢুকে তাকে গলা কেটে হত্যার চেষ্টা করে। আহত লুক সরকারের চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা তাদের ব্যবহৃত মোটর সাইকেল ফেলে রেখে পালিয়ে যায়।