Gournadi..Photo..13.10.15

দৈনিকবার্তা-গৌরনদী (বরিশাল), ১৩ অক্টোবর ২০১৫: পদ্মা সেতু নির্মান কাজ সম্পন্ন হওয়ার আগেই অবহেলিত দক্ষিণাঞ্চলবাসীর জীবনমানের উন্নয়নের লক্ষ্যে ক্রমেই এগিয়ে আসতে শুরু করেছেন প্রবাসীরা। তারা অত্যাধুনিক ব্যবসায়ীক প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিনিয়োগ করতে চাচ্ছেন। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে মালেশিয়া শহরের আদলে অত্যাধুনিক শপিং কমপ্লেক্স ভবন নির্মান কাজের উদ্বোধণ করা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে দু’শতাধিক দুঃস্থ ব্যক্তিদের নিয়ে মধ্যাহ্নভোজ শেষে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন মালেশিয়া প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম ফকির।

জেলার প্রবেশদ্বার গৌরনদী উপজেলার ভূরঘাটা বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় সফিজউদ্দিন ফকির অত্যাধুনিক শপিং কমপ্লেক্স ভবন নির্মান কাজের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজ সেবক মো. হাবিবুর রহমান, বাবুল বেপারী, ওসমান সরদার, ফরিদ বেপারী, আব্দুল হালিম ফকির, প্রেসক্লাবের সাধারন সম্পাদক খোকন আহম্মেদ হীরা, সাংবাদিক মোহাম্মদ আলী বাবু প্রমুখ। অত্যাধুনিক শপিং কমপ্লেক্স ভবনের স্বত্তাধীকারি মালেশিয়া প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম ফকির জানান, এতদাঞ্চলের কয়েক’শ বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যেই মালেশিয়া শহরের আদলে এ শপিং কমপ্লেক্স ভবনটি নির্মানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে জেলা শহরে তিনি আরও ব্যবসায়ীক প্রতিষ্ঠান নির্মান করতে আগ্রহী বলেও উল্লেখ করেন।