kaliakoir school student deadbody picture (1)

দৈনিকবার্তা-গাজীপুর, ১৩ অক্টোবর ২০১৫: গাজীপুরের কালিয়াকৈরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মঙ্গলবার এক স্কুল ছাত্রীকে ছুরিকাঘাতে খুন করেছে বিক্রম নামের এক যুবক। নিহত কবিতা মনি দাস (১৪) স্থানীয় বোর্ডঘর উত্তর গজারিয়া এলাকার জনতা বিজয় স্বরণী উচ্চ বিদ্যালরে দশম শ্রেণীর ছাত্রী এবং মানিকগঞ্জের সাটুরিয়া থানাধীন রামরাবন এলাকার সাগর চন্দ্র মনি দাসের মেয়ে। এলাকাবাসী ঘাতক বিক্রম চন্দ্র সরকারকে আটক করে পুলিশে শোপর্দ করেছে। সে সাভারের গণবিশ্ববিদ্যালয়ের বিবিএ ক্লাসের ছাত্র এবং স্থানীয় ছোট কাঞ্চনপুর এলাকার রামপদ মনি দাসের ছেলে।

এলাকাবাসী জানায়, কবিতার মা বাবা সাভারের এনাম মেডিকেলে চাকুরি করার কারণে কবিতা কালিয়াকৈরে কাঞ্চনপুর এলাকায় তার নানার বাড়ি থেকে ওই স্কুলে লেখাপড়া করতো।বিক্রম কবিতাকে স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই বিরক্ত করতো এবং প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু কবিতা বরাবরই তা প্রত্যাখ্যান করে আসছিল।মঙ্গলবার দুপুর ১টার দিকে কবিতা স্কুল থেকে বের হবার পর গেইটের সামনেই বিক্রম তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। বুকে, পেটে ও কাধে ছুরিকাঘাতপ্রাপ্ত কবিতাকে সহপার্ঠি ও স্থানীয়রা উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক কবিতাকে মৃত ঘোষণা করেন। এদিকে স্থানীয়রা বিক্রমকে আটকরে পুলিশে সোপর্দ করেছে।কালিয়াকৈর থানার ওসি তদন্ত মোঃ রফিকুল ইসলাম জানান, প্রেম ঘটিত কারণে এ হত্যান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।