Blake-UK+Highcomissioner

দৈনিকবার্তা-ঢাকা, ১২ অক্টোবর ২০১৫: বাংলাদেশে রবার্ট গিবসনের উত্তরসূরির নাম ঘোষণা করেছে যুক্তরাজ্য৷হাই কমিশনারের দায়িত্ব নিয়ে ঢাকায় আসতে যাচ্ছেন অ্যালিসন ব্লেইক৷ তিনি বর্তমানে পাকিস্তানে উপ হাইকমিশনারের দায়িত্বে রয়েছেন৷যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী জানুয়ারিতে তাদের ঢাকা মিশনের দায়িত্ব নেবেন ব্লেইক৷সাড়ে চার বছর ঢাকায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসা গিবসন নতুন কর্মস্থলে যাচ্ছেন৷ বর্তমানে ঢাকায় যত কূটনীতিক দায়িত্ব পালন করছেন, তার মধ্যে তিনিই সবচেয়ে পুরনো৷

লন্ডনের বাসিন্দা ব্লেইক পড়াশোনা করেছেন অঙ্ফোর্ড ইউনিভার্সিটিতে৷ ১৯৮৩ সালে স্নাতক ডিগ্রি নেওয়ার পর লন্ডনে প্রত্নতাত্তি্বক গবেষণায়ও যুক্ত ছিলেন তিনি৷ ১৯৮৯ সালে ব্রিটিশ সিভিল সার্ভিসে যোগ দেন এই নারী৷