দৈনিকবার্তা-ঢাকা, ১১ অক্টোবর ২০১৫: প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ও আবারো ভর্তি পরীক্ষা নেয়ার দাবিতে রোববারও অবস্থান কর্মসূচি পালন করেছেন মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।আন্দোলনরত শিক্ষার্থীরা সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন।তবে গত কয়েক দিনের তুলনায় আন্দোলনকারীদের উপস্থিতি কিছুটা কম দেখা যায়।
সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের আগামীকাল- সোমবার সকাল ১০টায় শহীদ মিনারে গণজমায়েতের আহ্বান জানিয়ে আজকের মতো কর্মসূচি শেষ করেছেন শিক্ষার্থীরা।প্রসঙ্গত: প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গতমাস থেকে এ কর্মসূচি পালন করছেন মেডিকেলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা।পরীক্ষার ফলাফল স্থগিত, প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের শাস্তি ও পুনঃপরীক্ষা নেয়া দাবি জানান তারা।
তারা অভিযোগ করেন, পরীক্ষার দিন সকালে ও আগের রাতে ফেসবুকে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং প্রশ্নপত্রের সঙ্গে তা মিলে রয়েছে।তবে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (শিক্ষা) এ বি এম আবদুল হান্নান বলেন, পরীক্ষার পর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তোলা যুক্তিযুক্ত নয় পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছ হয়েছে।