দৈনিকবার্তা-ঢাকা, ১১ অক্টোবর ২০১৫: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ইতালি ও জাপানি নাগরিক হত্যার ঘটনায় বিদেশিরা যে রেড এলার্ট’ দিয়েছে তা জাতির জন্য লজ্জাকর৷কূটনীতিক পাড়ায় যে বিজিবি মোতায়েন করা হয়েছে সেটা কিসের লক্ষণ? এতে কী মানুষের মনে শান্তি ফিরে এসেছে ? মানুষের মধ্যে শান্তি নেই’- মন্তব্য করেন এক সময়ের এই স্বৈরাচার৷
রোববার দলের বনানী কার্যালয়ে রংপুর জেলা জাতীয় পার্টির নেতাকর্মীদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন৷ এরশাদ বলেন, দেশে গণতন্ত্র নেই৷ মানুষ গণতন্ত্রের কথা বলতে পারে না৷ আমরা আইয়্যামে জাহেলিয়ার’ যুগে বাস করছি৷জাপা চেয়ারম্যান বলেন, আগামীতে যে নির্বাচন হবে জাতীয় পার্টি তাতে এককভাবে অংশ নেবে৷ প্রত্যেকটি আসনেই জাতীয় পার্টি প্রার্থী দেবে৷ সে জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে৷এরশাদ বলেন, কেউ আমাদের বন্ধু না৷ আমাদের বন্ধু আমরাই৷ দুর্বলের সঙ্গে কেউ বন্ধুত্ব করে না৷ আমরা সবল হলে সবাই আমাদের সঙ্গে বন্ধুত্ব করবে৷ এখন সুযোগ এসেছে৷ এ সুযোগ কাজে লাগাতে হবে৷ জাতীয় পার্টিকে শক্তিশালী করতে হবে৷ চলমান সংকটের কারণে দেশে পরিবর্তন আসবে বলে মনে করছেন সংসদের বিরোধী দল জাতীয় পার্টির (জাপা)নেতারা৷ এ পরিবর্তনের সুযোগ কাজে লাগাতে চায় জাপা৷ এজন্য তৃণমূলে শক্তি সঞ্চার ও যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন দলটির চেয়ারম্যানসহ নীতিনির্ধারক নেতারা৷
তারা মনে করছেন, আওয়ামী লীগের জনপ্রিয়তা শুন্যের কোঠায়৷ বিএনপির রাজনৈতিক পরাজয় হয়েছে, সাংগঠনিক শক্তিও নেই৷ এ দু’দলকে মানুষ আর চায় না৷ তৃণমূলে যোগ্য প্রার্থী দিতে পারলে জাপা-ই আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে৷ দেশে জাহেলিয়াত শাসন চলছে মন্তব্য করে হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, মানুষ এ শাসন থেকে মুক্তি চায়৷ মানুষ শঙ্কিত৷ অনিশ্চিত তাদের ভবিষ্যত্৷ দু’জন বিদেশি হত্যা হয়েছে৷ যার কারণে রেড অ্যালার্টও জারি করা হয়েছে৷ এটা কলঙ্কজনক৷ এটা আমাদের জন্য লজ্জার৷ বিদেশিদের কাছে আমাদের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে৷তিনি বলেন, দেশে এখন গণতন্ত্র নেই৷ যেটা আছে, সেটাও প্রাণহীন গণতন্ত্র৷ প্রশাসনে এত দলীয়করণ আর কখনো হয়নি৷ প্রশ্নপত্র ফাঁস হচ্ছে৷ এর মধ্যদিয়ে মেধাশুন্য জাতি তৈরি করছি আমরা৷ হজে যারা গেছে, অনেক কষ্ট-ভোগান্তি সহ্য করতে হয়েছে৷ দেশে আইনের শাসন নেই মন্তব্য করে জাপা চেয়ারম্যান বলেন, জীবনের নিরাপত্তা নাই৷ অদ্ভূত দেশ৷ অদ্ভুত শাসন৷ মানুষ সত্যিকারার্থে মুক্তি চায়৷ মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে৷ আমরা তাদের মুক্তি দিতে না পারলে আল্লাহর কাছে দায়ী থাকবো৷ সংগঠন শক্তিশালী করো৷ আমি বলছি, বেঁচে থাকলে আমরাই ক্ষমতায় যাবো৷ নিজেরা সচেষ্ট হলে, দল শক্তিশালী হলে কোনো বাধাই বাধা না৷ সবাই অপেক্ষা করছে, তৃণমূলে যোগ্য প্রার্থী দিতে পারলে নির্বাচনে জয়লাভ ব্যাপার না৷সাবেক এ রাষ্ট্রপতি বলেন, আওয়ামী লীগের জনপ্রিয়তা এখন শুন্যের কোঠায়, মানুষ তাদের চায় না৷ সবাই অপেক্ষা করছে, আওয়ামী লীগ কখন বিদায় নেবে৷ এটা বড় সুযোগ৷ আমাদের এ সুযোগ কাজে লাগাতে হবে৷ না হলে আমরাও অস্তিত্ব সংকটে পড়বো৷
তিনি বলেন, দেশের বাইরে অনেক সম্মান পেয়েছি৷ বাংলাদেশের মানুষও আমাদের সম্মান করেছে৷ কিন্তু কোনো সরকারই আমাদের মূল্যায়ন করেনি৷ কারও কাছে আমরা সম্মান পাইনি৷ আমাদের বন্ধু কেউ না৷ দুর্বলের সঙ্গে কেউ হাত মেলায় না৷আমাদের বন্ধু আমরাই৷ তোমরা শক্তি সঞ্চয় করো, সংগঠনকে শক্তিশালী করো৷ সবাই আমাদের পেছনে ঘুরবে৷এ সময় জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, রাজনৈতিক ইতিহাস আমাদের একটা সুযোগ তৈরি করে দিয়েছে৷ সেটা পরিবর্তনের সুযোগ৷ মানুষ এখন আর আওয়ামী লীগ-বিএনপিকে চায় না৷ দলকে শক্তিশালী করতে পারলে আগামীতে আমরাই ক্ষমতায় আসবো৷ এজন্য রংপুর অঞ্চলের সবক’টি আসন আমাদের নিশ্চিত করতে হবে৷ আমরা খুব শিগগিরই পাঁচটি জেলার সম্মেলন করবো৷ দলকে আরও শক্তিশালী করে নির্বাচনের জন্য প্রস্তুত করবো৷তিনি বলেন, উড়াল সেতু-পদ্মা সেতুসহ অনেক কিছু হয়েছে৷ কিন্তু মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত হয়নি৷ বিদেশিরাও নিরাপদ নয়৷ সত্যিকারার্থে মানুষের কল্যাণে কাজ করতে হলে প্রশাসনকে দলের বাইরে আসতে হবে৷সাবেক মন্ত্রী জিএম কাদের বলেন, দেশে যে অস্থিতিশীল অবস্থা, এর মধ্যে একটা পরিবর্তন হবে৷ এতে কারও উত্থান হবে, কারও পতন৷ কোনো কোনো রাজনৈতিক দল বিলীনও হবে৷ ওই সময়টা কাজে লাগাতে হবে৷পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- জাপা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ৷ আরও বক্তব্য রাখেন- পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, প্রেসিডেয়াম সদস্য সুনীল শুভ রায়, সিনিয়র যুগ্ম মহাসিচব রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ৷