দৈনিকবার্তা-ঢাকা, ০৯ অক্টোবর ২০১৫: পুলিশের আইজি এ কে এম শহীদুল হক বলেছেন, পুলিশের কোন সদস্য মাদকের সাথে জড়িত থাকলে তাকে শুধুমাত্র ডিপার্টমেন্ট থেকেই বের করে দেয়া হবে না, তার বিরুদ্ধে মামলা দিয়ে আসামি করে জেলহাজতে পাঠিয়ে দেয়া হবে।তিনি বলেন, পুলিশের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করা হয়েছে।আইজিপি শুক্রবার সকালে চাঁদপুর সার্কিট হাউস মিলনায়তনে চাঁদপুর প্রেসক্লাব আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন। পুলিশের আইজিপি এ কে এম শহীদুল হক বলেন, দেশের সার্বিক পরিস্থিতি আইনশৃংখলা বাহিনীর নিয়ন্ত্রণে। দুই চারটি ঘটনা ঘটলেই যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে, এটার সঙ্গে আমি এক মত না।তবে সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটেছে, এটা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।তিনি বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর কমিউনিটি পুলিশিং এর কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি আরও বলেন, বিদেশি হত্যার ঘটনাগুলো দক্ষ তদন্ত কর্মকর্তা দ্বারা তদন্ত করা হচ্ছে। দক্ষ তদারককারী নিয়োগ করা হয়েছে। আশা করি তদন্তের মাধ্যমে আসল ঘটনা উদঘাটন করতে পারবো। আমাদের প্রতি আস্থা থাকতে হবে, পুলিশকে সময় দিতে হবে। দেশের আইএস এর উপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, এ ব্যাপারে আমি এখন কথা বলবো না। মামলার তদন্ত শেষে এ ব্যাপারে কথা বলবো।
আইজিপি বলেন, ব্যাপক জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে সামাজিক আন্দোলন সৃষ্টির মাধমে মাদক প্রতিরোধ করা সম্ভব। হাজারো কাজের মধ্যে মাদককে অগ্রাধিকার ভিত্তিতে রোধ করার জন্য পুলিশ কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।আইজিপি জানান, প্রতি মাসে পুলিশ কমপক্ষে দুই থেকে আড়াই হাজার মাদক সংক্রান্ত মামলা নেয় এবং এতে আটক হয় কয়েক হাজার।সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহা. শফিকুল ইসলাম, ডিআইজি (অপারেশন) চৌধুরী আব্দুল্লাহ-আল মামুন,ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবু আলী মো.সাজ্জাদহোসেন,পুলিশ সুপার শামসুন্নাহার, প্রেসক্লাব সভাপতি শহীদ পাটওয়ারী ও সম্পাদক রহিম বাদশা ।দু’দিনের সফরে আইজিপি বৃহস্পতিবার চাঁদপুর আসেন। তিনি এখানে প্রথমদিন কমিউনিটি পুলিশের কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ও কমিউনিটি পুলিশিং সমাবেশে যোগ দেন।