1444292873

দৈনিকবার্তা-ঢাকা, ৮অক্টোবর ২০১৫: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃতু্যদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে দেখা করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যাবেন তার পরিবারের সদস্যরা৷ শুক্রবার বেলা ১১টায় ছোট ছেলে আলী আহমেদ মাবরুরসহ পাঁচজন মুজাহিদের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী প্যানেলের সদস্য শিশির মনির৷ গত ৩০ সেপ্টেম্বর আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিল মামলারও চূড়ান্ত পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ৷ মৃতু্যদণ্ডাদেশ বহাল রেখে গত ১৬ জুন মুজাহিদ এবং ২৯ জুলাই সাকা চৌধুরীর মামলার সংক্ষিপ্ত আকারে এ চূড়ান্ত রায় দেন সর্বোচ্চ আদালত৷

এরপর ০১ অক্টোবর তাদেকে আপিল বিভাগের রায় অবহিত করে তা পৌঁছে দেয় কারাগার কর্তৃপক্ষ৷ তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনালের মৃতু্য পরোয়ানাও পড়ে শোনানো হয়৷ সে থেকে দু’জনই আপিল বিভাগের চূড়ান্ত রায়ের পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন জানাতে ১৫ দিন সময় পাবেন, যা শেষ হবে ১৫ অক্টোবর৷ নির্ধারিত সময়ের মধ্যেই রিভিউ আবেদন জানাবেন বলে জানিয়েছেন দু’জনই৷

গত ০৩ অক্টোবর মুজাহিদের পাঁচ আইনজীবী ঢাকা কেন্দ্রীয় কারাগারে এবং ০৬ অক্টোবর সাকা চৌধুরীর এক আইনজীবী কাশিমপুর কারাগারে (ঢাকা কেন্দ্রীয় কারাগার-১) সাক্ষাত করে রিভিউ আবেদনের বিষয়ে নির্দেশনা নিয়ে এসেছেন৷