probashi20150927063844

দৈনিকবার্তা- ঢাকা, ০৮ অক্টোবর ২০১৫: লক্ষ্যবিহীন কোনো উদ্দেশ্য সফল হয় না, এজন্য আমরা একবছরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। আশা করছি, আমরা আমাদের এ লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবো। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ব্রিফিং সেন্টারে অধীনস্থ চার সংস্থার মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি একথা বলেন।

এরআগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ব্রিফিং সেন্টারে অধীনস্থ চার সংস্থার মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়। মন্ত্রণালয়ের পক্ষে সচিব খন্দকার ইফতেখার হায়দার, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি), ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষে বিএমইটির ডিজি বেগম শামসুন নাহার, বাংলাদেশ ওভারসিজ এম্প্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) পক্ষে সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসেন চৌধুরী এ চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি সম্পাদন শেষে মন্ত্রী বলেন, কোনো কাজে সাকসেস পেতে হলে লক্ষ্য নির্ধারণ করতে হয়। লক্ষ্যবিহীন কোনো উদ্দেশ্য সফল হয় না। আর এই বার্ষিক কর্মসম্পাদন চুক্তি আমাদের একটি লক্ষ্যমাত্রা। এখানে আমরা (কর্মকর্তা-কর্মচারী) নিজ নিজ দায়িত্বে দেশ ও জনগণের স্বার্থে কীভাবে কাজ করতে পারব, তারই রূপকল্প নির্ধারণ করা হয়েছে। আমরা আশাবাদী এসব লক্ষ্য পূরণ করতে পারব।প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, শেখ হাসিনা একজন নারী হয়ে তার সবকিছু হারিয়েও দেশের হাল ধরেছেন।

বিভিন্ন রূপকল্প ও পরিকল্পনার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব খন্দকার ইফতেখার হায়দার বলেন, এর আগে শুধু মন্ত্রণালয়ের সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি হতো। গত বছর এ চুক্তি পরীক্ষামূলকভাবে শুরু করা হয়েছিলো। এবার তা বাস্তবে রূপ নিয়েছে। এর মাধ্যমে আগামী দিনগুলোতে আমাদের সংস্থার কার্যক্রম এবং কর্মকর্তা-কর্মচারীদেরও মূল্যায়ন করা হবে। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হজরত আলীসহ মন্ত্রণালয় ও অধীনস্থ সংস্থাগুলোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।