bsf_dhaka_report_11878দৈনিকবার্তা-কুড়িগ্রাম, ০৮ অক্টোবর ২০১৫: কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি সীমান্তে বিএসএফ’র গুলিতে দুই গরু ব্যবসায়ী আহত হয়েছেন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজিবি জানায়, বুধবার রাত ১০টায় পাথরডুবি সীমান্তের ৯৬৪ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছ দিয়ে গরু ব্যবসায়ী নূর ইসলাম (৩৬) ও জাকির হোসেন (৩৫) ভারতে গরু আনতে যায়।

এ সময় টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে তারা গুলিবিদ্ধ হন। পরে বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করে ভুরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ দু’জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহত নূর ইসলাম ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের মকবুল হোসেনের ছেলে এবং জাকির হোসেন ভারতীয় নাগরিক। তার বাড়ি ভারতের দিনহাটার চৌধুরীহাট গ্রামে বলে জানা গেছে। কুড়িগ্রাম-৪৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জাকির হোসেন জানান, এ ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্ততি চলছে।