Rajnath_Singh_doinikbarta

দৈনিকবার্তা-ঢাকা, ০৭ অক্টোবর ২০১৫:  ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশে যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে সম্ভাব্য কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ নয়াদিল্লীতে এক অনুষ্ঠানের ফাঁকে তিনি বলেন, উত্তর প্রদেশে এক ব্যক্তিকে পিটিয়ে মারার ঘটনা অনাকাঙ্খিত। উত্তর প্রদেশের দাদরি এলাকায় একটি গরু জবাইর অভিযোগে উচছৃঙ্খল জনতা ৫৫ বছর বয়সী মোহাম্মদ ইখলাককে তার বাড়ি থেকে টেনে বের করে এনে পিটিয়ে হত্যা করে।রাজনাথ সিং বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইউপি সরকারের কাছে ঘটনার প্রতিবেদন চায় এবং এ ধরণের ঘটনা যাতে আর না ঘটে তা নিশ্চিত করতে রাজ্য সরকারকে নির্দেশ দেয়।মঙ্গলবার রাজনাথ সিং ও অর্থমন্ত্রী অরুণ জেটলি দাদরি এলাকায় ইখলাককে হত্যার ব্যাপারে কথা বলেন। তবে তারা এর নিন্দা জানাননি। তারা হামলার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বলেন, এটা গোটা দেশে ছড়িয়ে পড়তে পারে।স্বরাষ্ট্র মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রত্যেক নাগরিকের প্রতি আহবান জানিয়ে বলেন, এটা বজায় রাখা প্রত্যেকের দায়িত্ব।