দৈনিকবার্তা-ঢাকা, ০৭ অক্টোবর ২০১৫: ২০১৮ বিশ্বকাপের বাছাই পর্বে সৌদি আরব ও ফিলিস্তিনের মধ্যকার পূর্ব-নির্ধারিত ম্যাচটি স্থগিত করেছে ফিফা। আগামী সপ্তাহে ম্যাচটি অনুষ্ঠিত হবার কথা ছিল। তবে ম্যাচের ভেন্যু নির্ধারণে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। তাই ভেন্যু নির্ধারিত না হওয়া পর্যন্ত ম্যাচটি স্থগিত করা হয়েছে। মঙ্গলবার জুরিখে ফিফা সদর দপ্তরে সৌদি ফুটবল ফেডারেশনের সভাপতি আহমেদ ইদ আল হারবি এবং ফিলিস্তিন ফুটবল প্রধান জিবরিল রজবের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই ভেন্যু বিষয়ে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ম্যাচ আয়োজন স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে আজ বুধবার ফিফার একজন মুখপাত্র জানিয়েছেন।
পূর্বের সিদ্ধান্ত মোতাবেক ১৩ অক্টোবর ইসরাইল নিয়ন্ত্রিত পশ্চিম তীরে ম্যাচটি অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু গত ২৩ সেপ্টেম্বর সৌদি আরব ম্যাচটি নিরপেক্ষ কোন ভেন্যুতে আয়োজনের দাবী জানায়। উয়েফা সভাপতি মিশেল প্লাতিনির সভাপতিত্বে অনুষ্ঠিত ২০১৮ বিশ্বকাপের আয়োজক কমিটি তাদের দাবিটি মেনে নেয়। তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এটি মেনে নেয়নি। তাদের মতে এর মাধ্যমে ফিলিস্তিনিদেরকে নিজেদের মাটিতে খেলা থেকে বঞ্চিত করা হচ্ছে।