nasim

দৈনিকবার্তা-ঢাকা, ০৭ অক্টোবর ২০১৫: দুই বিদেশি নাগরিক হত্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কোনো যোগসূত্র আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম৷তিনি বলেন, তিনি (খালেদা জিয়া) লন্ডনে থাকা অবস্থায় দেশে পরপর দুই জন বিদেশি নাগরিককে হত্যা করা হয়েছে৷ এ হত্যার ঘটনায় তার কোনো যোগসূত্র আছে কিনা, খতিয়া দেখা হচ্ছে৷বুধবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ গণআজাদী লীগের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী৷ সংগঠনের সাধারণ সম্পাদক এস কে সিকদারের সভাপতিত্বে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণআজাদী লীগের সাংগঠনিক সম্পাদক এ এস এ বারী প্রমুখ বক্তব্য রাখেন৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনার চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ এবং টেকসই উন্নয়নে আইসিটি পুরস্কার’ পাওয়ার প্রসঙ্গ তুলে নাসিম বলেন, যখনই দেশে বড় কোনো অর্জন আসে, তখনই দেশকে অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী এ ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়৷ নাসিম বলেন, এর আগে খালেদা জিয়া যতবার বিদেশ সফরে গিয়েছেন, ততবার দেশে কোন না কোন ঘটনা ঘটেছে৷ দেশের বড় কোন অর্জন হলেই তারা সেটাকে নিয়ে ষড়যন্ত্র করে৷

দুই বিদেশি নাগরিক হত্যায় যারাই জড়িত থাক না কেন, তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি৷ বিএনপি’র রাজনীতি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি ডাবল স্ট্যান্ডার্ডের রাজনীতি করে৷ একদিকে তারা স্বাধীনতার কথা বলে, অন্যদিকে জামায়াত-শিবিরকে নিয়ে স্বাধীনতার বিপক্ষে কাজ করে৷ মোহাম্মদ নাসিম বলেন, জমায়াতের অবস্থান স্পষ্ট৷ তারা স্বাধীনতার সময়ে দেশের বিরোধীতা করেছে এখনও একই অবস্থানে আছে৷ কিন্তু বিএনপি তারা অবস্থান কখনো স্পষ্ট করেনি৷ তারা এক দিকে মুক্তিযুদ্ধের কথা বলে অন্যদিকে স্বাধীনতা বিরোধীদের সঙ্গে রাজনীতি করে৷ তাদের এই ডাবলস্ট্যানবাজির কারণেই তারা আজ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েগেছে৷ নির্বাচন বর্জন করে তারা নিজের দল ও জনগনের ক্ষতি করেছে৷ তিনি বলেন, যত চক্রানত্ম করা হোক কোন লাভ হবে না৷ দেশের বিরম্নদ্ধে যত অপচেষ্টা করাই হোকে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে৷ দেশের অগ্রযাত্রা কেউ রম্নখতে পারবে না৷

এদিকে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, মেডিকেলের ভর্তি পরীক্ষা নতুন করে নেয়ার দাবীতে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে তা অযৌক্তিক৷তিনি বলেন, মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রমের সব কিছুই নিয়মমাফিক চলছে, এরা আন্দোলনের নামে অহেতুক উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে৷স্বাস্থ্যমন্ত্রী বুধবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে এ্যাম্বুলেন্সের চাবি হসত্মানত্মর অনুষ্ঠান শেষে সাংবাবিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন৷ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারিদের জন্য এফবিসিসিআই-এর পক্ষ্য থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর হাতে এ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন এফবিসিসিআই-এর সভাপতি মতলুব আহমদ৷এ সময়ে স্বাস্থ্যপ্রতিমন্ত্রী জাহিদ মালেক, অতিরিক্ত সচিব বিমান কুমার সাহা এনডিসি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরম্নল হক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক নূর হোসেন তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন৷