দৈনিকবার্তা-পাবনা, ০৬ অক্টোবর ২০১৫: পাবনার ঈশ্বরদীতে পুলিশ কর্মকর্তাকে হত্যা এবং বাসায় ঢুকে গলা কেটে খৃষ্ট ধর্মের যাজক কে হত্যার প্রচেষ্ঠার ঘটনায় ঈশ্বরদী থানায় পৃথক দুইটি মামলা দায়ের হয়েছে। খৃষ্ট ধর্মের যাজক কে হত্যার প্রচেষ্ঠার ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে এক শিবির কর্মিকে আটক করেছে। পুলিশ কর্মকর্তাকে হত্যা ঘটনায় পাকশি পুলিশ ফাঁড়ির ইনর্চাজ রেজাউল করিম বাদী হয়ে অজ্ঞাত ব্যাক্তিদের আসামী করে একটি মামলা দায়ের করেন। অন্যদিকে খৃষ্ট ধর্মের যাজক কে হত্যার প্রচেষ্ঠার ঘটনায় যাজক লুক সরকার নিজেই বাদী হয়ে অজ্ঞাত তিন যুবক কে আসামী করে মামলা দায়ের করেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্স বিমান কুমার দাস জানান, ফেইথ বাইবেল চার্চের যাজক (ধর্ম প্রচারক) লুক সরকার কে গলা কেটে হত্যার চেষ্ঠার ঘটনায় জড়িত সন্দেহে মঙ্গলবার সকালে ওবাইদুর রহমান নামের এক যুবক কে আটক করা হয়েছে। পুলিশের দাবী আটককৃত ওবাইদুর ইসলামী ছাত্র শিবিরের সক্রিয় কর্মি। তিনি ্ঈশ্বরদী উপজেলার আওতাপাড়া গ্রামের আবু আষাদের ছেলে বলে পুলিশ সুত্র জানিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত সোমবার সকালে পাকশী রেলব্রিজের পাশে একটি হলুদ ক্ষেত থেকে পাকশি পুলিশ ফাঁড়ির এএসআই সুজাউল ইসলামের হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। অন্যদিকে সোমবার সকালে ঈশ্বরদী ফেইথ বাইবেল চার্চের যাজক (ধর্ম প্রচারক) লুক সরকার কে তিন যুবক তার বাসা বাড়িতে ঢুকে গলা কেটে হত্যার চেষ্ঠা করে।