1444024106

দৈনিকবার্তা-ঢাকা, ০৫ অক্টোবর ২০১৫: ২০১২ সালে দায়ের করা বিস্ফোরক মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনপেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷সোমবার ঢাকার ১৩নং বিশেষ ট্রাইবু্যনালে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান মির্জা ফখরুল৷ এ আবেদনের পক্ষে শুনানি করেন তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার৷ শুনানি শেষে ট্রাইব্যুনালের বিচারক মঞ্জুর কাদের জামিন মঞ্জুর করেন৷ ি

আবেদনের শুনানি শেষে বিচারক মঞ্জুর কাদের মির্জা জামিন মঞ্জুর করে অভিযোগ গঠনের জন্য আগামী বছরের ১৭ জানুয়ারি দিন ঠিক করেন৷২০১২ সালের ৯ ডিসেম্বর পল্টনের ভিআইপি রোডের হোটেল ক্যাপিটালের সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় পল্টন থানার এসআই আবু তাহের এই মামলা করেন৷২০১৪ সালের ২৮ জুলাই ফখরুলসহ ৭৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন পল্টন থানার এসআই আবু জাফর৷আদালতে মাসুদ আহমেদ তালুকদার ও সানাউল্লাহ মিয়াসহ আরও কয়েকজন আইনজীবী জামিন আবেদনের শুনানি করেন৷