0250124

দৈনিকবার্তা-ঢাকা, ০৪ অক্টোবর ২০১৫: আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, আদালত অবমাননার আইন প্রনয়ণের উদ্যোগ শিগগিরই নেয়া হবে৷ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিমকোর্ট বার) কাজী শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত আইন ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের শীর্ষ সংগঠন ল’রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি রোববার এ কথা বলেন৷

আইনমন্ত্রী বলেন, আদালত অবমাননার একটা আইন থাকা উচিত৷ আইনমন্ত্রী হিসেবে বলতে চাই, সব পক্ষের সঙ্গে আলোচনা করে শিগগিরই আদালত অবমাননার আইন সংসদে পাস করার ব্যবস্থা করবো৷ তিনি বলেন, ১৯২০ সালে আদালত অবমাননার যে আইনটি করা হয়েছিল, বর্তমানে গণমাধ্যমের ব্যাপক সমপ্রসারণের ফলে তা অনেকটাই পুরোনো হয়ে পড়েছে৷ তাই শিগগিরই এ সংক্রানত্ম একটি আইন করা হবে৷

আনিসুল হক বলেন, পেশাগত উত্‍কর্ষতা স্থাপনে কর্মশালা খুবই জরুরি৷ অভিজ্ঞতা আদান প্রদান কখনোই ব্যর্থ হয় না৷ আইন সাংবাদিকতা অন্য বিষয়ের সাংবাদিকতার চেয়ে একটু ভিন্নতর৷ অন্য ক্ষেত্রে ভুল করলে পরের দিন সংশোধনী ছাপানো যায়৷ কিন্তু আদালতের ক্ষেত্রে তা সম্ভব নয়৷ ভুল সংবাদ দিলে পরে আদালত অবমাননার অভিযোগের মুখোমুখি হতে হয়৷ এ জন্য আইন বিষয়ক সাংবাদিকতা সচেতন ও সতর্কভাবে করতে হয়৷তিনি বলেন, দেশে গনতন্ত্র ও আইনের শাসন বিকাশে সংবাদ মাধ্যমের ভুমিকা অত্যনত্ম গুরুত্বপূর্ন৷ সরকারের কর্মসূচি জনগনের মাঝে সরবরাহ করে তা বাসত্মবায়নে অপরিসীম দায়িত্ব পালন করে থাকে সংবাদ মাধ্যম৷

আইনমন্ত্রী বলেন, সর্বোচ্চ আদালতের কার্যক্রম সংক্রানত্ম সংবাদ জনগনের কাছে পৌঁছে দেয় আইন বিষয়ক সাংবাদিকরা৷ বিচার বিভাগের দায়িত্ব মর্যাদা সম্মান জনগনের কাছে বৃদ্ধিতে সংবাদ মাধ্যম গুরম্নত্বপূর্ন দায়িত্ব পালন করে থাকে৷ সঠিক তথ্য নির্ভর সংবাদ পরিবেশনের মাধ্যমে সংবাদ মাধ্যম এ ক্ষেত্রে আরো ভুমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি৷এলআরএফ-এর সভাপতি এম বদি-উজ-জামানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ওয়াকিল আহমেদ কিরনের সঞ্চালনায় বিচার বিভাগীয় রিপোর্টিং” শীর্ষক এ কর্মশালায় আলোচনায় আরো অংশ নেন সুপ্রিমকোর্ট বার সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, আইনজীবী আহসানুল করীম,সংগঠনটির সাবেক সভাপতি ফারুক কাজী, কাজী আব্দুল হান্নান, সালেহ উদ্দিন, নিউ এজ পত্রিকার বাতর্া সম্পাদক শহীদুজ্জামান, ঢাকা কোর্ট রিপোর্টাস এসোসিয়েশনের সাবেক সভাপতি আশরাফ উল আলম, সাংবাদিক জাহিদ হোসন প্রমূখ৷

এএম মাহবুব উদ্দিন খোকন বলেন, সুপ্রিমকোর্ট জাতীয় প্রতিষ্ঠান৷ এর ভাবমূর্তি রক্ষা ও বৃদ্ধির দায়িত্ব সংশ্লিষ্ট সকলের৷ বিচার বিভাগে স্বচ্ছতা নিশ্চিত ও দেশের প্রতিটি অঙ্গে দূনর্ীতি সংক্রানত্ম বিষয়ে সোচ্চার হয়ে সংবাদ মাধ্যম গুরুত্বপূর্ন অবদান রাখতে পারে৷