image_251171.nasim1

দৈনিকবার্তা-ঢাকা, ০৪ অক্টোবর ২০১৫: মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা প্রতিবারই নিশি্ছদ্র নিরাপত্তায় অনুষ্ঠিত হয়৷ এবারও তাই হয়েছে৷ কাজেই প্রশ্নফাঁসের যে অভিযোগ উঠেছে, তা সত্যি নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম৷ রোববার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন৷এসময় তিনি বলেন, এবারের পরীক্ষায় যেখানে প্রশ্ন ছাপা হয়েছে,সেখানে আমি নিজেই গিয়েছি৷ ফাঁসের কোনো সুযোগই নেই সেখানে৷এ সময় মন্ত্রী মেডিকেলের প্রশ্নফাঁসের ব্যাপারে ওঠা অভিযোগকে ‘গুজব’ বলে অভিহিত করেন৷ স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি নিজে অনুসন্ধান করেছি এ ব্যাপারে৷ হাইকোর্টে যে অভিযোগ করা হয়েছিল, সেটিও খারিজ হয়ে গেছে৷ জাফর ইকবালসহ সম্মানিত ব্যক্তিরা আমাদের জিজ্ঞাসা করতে পারতেন এ বিষয়ে৷ কিন্তু তারা তা করেননি৷এসময় সংবাদমাধ্যমে প্রকাশিত কয়েকটি খবর পড়ে শুনিয়ে মোহাম্মদ নাসিম বলেন, সবাই শোনা কথায় অভিযোগ করছেন৷ চিলে কান নেওয়ার মতো অবস্থা৷ কোনো প্রমাণ নেই প্রশ্ন ফাঁসের৷ সবাই হাওয়ার উপরে কথা বলছেন৷ অমুকের মুখে শুনেছি ধরনের কথা৷শিক্ষার্থীদের ওপর হামলা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোমলমতি শিক্ষার্থীরা যেখানে বসতে চায়, কথা বলতে চায়- দিতে বলেছি৷ এরপর আর কোনো ঝামেলা হয়নি তাদের সঙ্গে৷ মোহাম্মদ নাসিম বলেন, মেডিকেলের প্রশ্ন ফাঁসের অভিযোগ অসত্য৷ কোনো প্রশ্ন ফাঁস হয়নি৷ বিভ্রান্তি ছড়ানো হচ্ছে৷

নাসিম বলেন, সাংবাদিকদের এতো নজরদারি৷ তারপরও তারা বলতে পারলো না৷ অথচ পরীক্ষার দিন হঠাত্‍ করেই প্রশ্ন ফাঁসের অভিযোগ করা হচ্ছে৷ এ গুজবের পেছনে ষড়যন্ত্র রয়েছে৷নাসিম বলেন, প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ আমরা ভালোভাবে তদন্ত করে দেখেছি৷ কোনো প্রশ্ন ফাঁস হয়নি৷এসময় আইন করে দেশের সব মেডিকেল ভর্তি কোচিং সেন্টার বন্ধ করা হবে বলে জানান মন্ত্রী৷প্রশ্ন ফাঁসের অভিযোগে মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল এবং পুনরায় পরীক্ষা গ্রহণের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে সাত সদস্যের একটি ডপতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দিয়েছেন৷ তবে প্রধানমন্ত্রী এসময় গণভবনে ছিলেন৷ রোববার দুপুর পৌঁনে ৩টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান প্রতিনিধি দলের সদস্যরা৷উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর সারা দেশে মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়৷ ওই ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে আন্দোলনে নেমেছে মেডিকেলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা৷