দৈনিকবার্তা-গৌরনদী (বরিশাল), ০৪ অক্টোবর ২০১৫: পরিবারের অভাব অনটন দূর করার জন্য মাত্র দু’মাস পূর্বে বিদেশ নামের সোনার হরিন ধরার জন্য মালেশিয়ায় পাড়ি জমিয়েছিলো একই বংশের দু’চাচাতো ভাই৷ অবশেষে তাদের দু’জনকেই ফিরতে হয়েছে লাশ হয়ে৷ গত শনিবার সকালে নিহত দু’জনের জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়৷ ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার নাঠৈ গ্রামের৷
ওই গ্রামের বাসিন্দা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ মনিরুল ইসলাম বুলেট ছিন্টু নিহতদের স্বজনদের বরাত দিয়ে জানান, সৈয়দ আব্দুর রহমানের পুত্র সৈয়দ রুমান (২৮) ও একই বংশের (একই বাড়ির) সৈয়দ আব্দুল হালিমের পুত্র সৈয়দ ফয়সাল (৩০) গত দু’মাস পূর্বে মালেশিয়ায় পাড়ি জমিয়েছিলো৷ মালেশিয়ার রাজধানী কুয়ালামপুর শহরের একটি বেসরকারি কোম্পানীতে তারা দু’জনেই চাকুরি করতেন৷ এরইমধ্যে ঈদ-উল-আযহার দিন তাদের অফিস বন্ধ থাকায় তারা দু’জনেই মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন৷ পথিমধ্যে মোটরসাইকেলের সাথে একটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই তারা দু’জন নিহত হয়৷ তিনি আরও জানান, শুক্রবার একটি ফ্লাইটে তাদের দু’জনের মরদেহ বাংলাদেশে আসে৷ ওইদিন রাত নয়টার দিকে তাদের লাশ গ্রামের বাড়িতে আনা হয়৷ একই বংশের দু’চাচাতো ভাইয়ের লাশ গ্রামের বাড়িতে পৌঁছলে নিহতদের স্বজনদের আহাজারিতে পুরো এলাকার আকাশ বাতাস ভাড়ি হয়ে ওঠে৷ গতকাল সকালে দু’জনের লাশের জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়৷